ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

স্ক্রিপাল হত্যাচেষ্টা

কয়েকজন রুশকে শনাক্ত করেছে ব্রিটিশ পুলিশ

প্রকাশিত: ০৪:০৫, ২১ জুলাই ২০১৮

 কয়েকজন রুশকে শনাক্ত করেছে ব্রিটিশ পুলিশ

নার্ভ এজেন্ট দিয়ে পক্ষত্যাগী সাবেক রুশ গুপ্তচর সের্গেই স্ক্রিপাল ও তার মেয়ে ইউলিয়াকে হত্যাচেষ্টায় জড়িত থাকার সন্দেহে কয়েকজন রুশকে শনাক্ত করেছে যুক্তরাজ্যের পুলিশ। ঘটনাটি তদন্তের সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে বৃহস্পতিবার একথা জানানো হয়। খবর ওয়েবসাইট। গত ৪ মার্চ ইংল্যান্ডে সলসবেরিতে নার্ভ এজেন্ট হামলার শিকার সের্গেই স্ক্রিপাল ও তার মেয়েকে একটি পার্কে সংজ্ঞাহীন অবস্থায় পাওয়া পর তাদের হাসপাতালে নেয়া হয়। এ ঘটনার জন্য যুক্তরাজ্য সরকার রাশিয়াকে দায়ী করে এবং দাবি করে যে, রাশিয়ায় তৈরি নার্ভ গ্যাস নোভিচক দিয়ে স্ক্রিপালের ওপর হামলা করা হয়েছে। সাবেক সোভিয়েত যুগে ১৯৭০-৮০’র দশকে এ নোভিচক তৈরি হয়েছিল। তবে রাশিয়া এটি ব্যবহার করে স্ক্রিপালদের ওপর হামলার অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ব্রিটিশ পুলিশ কয়েকজন রুশ ওই হামলায় জড়িত বলে মনে করছে। যাদের একটি গোপন স্থানে যেতে উদ্দীপ্ত করার আগে কয়েক সপ্তাহ হাসপাতালে রাখা হয়েছিল। তদন্ত সংশ্লিষ্ট এক কর্মকর্তা বলেন, তদন্তকারীদের ধারণা, তারা সিসিটিভির মাধ্যমে এবং ওই সময় মানুষজনের সীমান্ত পারাপারের রেকর্ড খতিয়ে সন্দেহভাজন নোভিচক হামলাকারীদের শনাক্ত করতে পেরেছেন। তারা যে রুশ এ ব্যাপারে তদন্তকারীরা নিশ্চিত বলে জানান ওই কর্মকর্তা। তিনি বলেন, ওই সময় লোকজনদের যুক্তরাজ্যে প্রবেশ করার যে চিত্র নিরাপত্তা ক্যামেরায় ধরা পড়েছে সেই রেকর্ড ক্রস চেক করে দেখা হয়েছে।
×