ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নতুন গবেষণা

প্রকাশিত: ০৭:৩৭, ২০ জুলাই ২০১৮

নতুন গবেষণা

চালকবিহীন গাড়ি এ্যাপের মাধ্যমে নিত্যপ্রয়োজনীয় খাবারের অর্ডার দিলেই সেটি নিয়ে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে যাবে চালকবিহীন গাড়িটি। নিজেদের অনলাইন বিপণন ব্যবস্থা আরও উন্নত করতে এরই মধ্যে চালকবিহীন গাড়িটির কার্যক্রম পরীক্ষা করছে মার্কিন সুপারমার্কেট চেইনশপ কর্গার। এ জন্য স্বয়ংক্রিয় রোবট প্রযুক্তি নিয়ে কাজ করা প্রতিষ্ঠান ‘নিউরো’র সঙ্গে জোটও বেঁধেছে তারা। বছরের শেষ নাগাদ এ সুযোগ মিলবে। সাঁতারে সাহায্য করবে কুডা পানির নিচে দ্রুত চলতে সাহায্য করবে ‘কুডা’। এটি অনেকটা ব্যাগের আদলে তৈরি। আন্ডারওয়াটার জেটপ্যাক ডিভাইসটি দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ আট কিলোমিটার গতিতে পথ পাড়ি দেয়া যাবে। ত্রিমাত্রিক প্রিন্টারে তৈরি হওয়ায় ওজনও বেশ কম। কাঁধে পড়ার উপযোগী ডিভাইসটি আগামী বছর বাজারে আসবে। অনলাইনেও কেনা যাবে কুডা। সূত্র : ডেইলি মেইল নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাবে স্বয়ংক্রিয় ব্যাগ এয়ারপোর্টে যাত্রীদের ভারি ব্যাগ নির্দিষ্ট গন্তব্যে বহন করতে পারে ‘কেয়ার ই’। শুধু তা-ই নয়, যাত্রীদের পিছে পিছে চলার সময় ডিউটি ফ্রি শপের সামনে নিজ থেকেই থেমে যায়। তবে যাত্রী কিছু না কিনলে আবার চলতে থাকে। যুক্তরাষ্ট্রের জেএফকে এবং এসএফও এয়ারপোর্টে শিগগিরই পরীক্ষামূলকভাবে ব্যাগ বহন করতে দেখা যাবে রোবটটিকে। সূত্র : সায়েন্স ডেইলি
×