ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পুলিশের ভয়ে তিন তলা থেকে পড়ে কালুমিয়া মারা গেছে

প্রকাশিত: ০৭:৩০, ২০ জুলাই ২০১৮

পুলিশের ভয়ে তিন তলা থেকে পড়ে কালুমিয়া মারা গেছে

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর কামরাঙ্গীরচরের পুলিশের ভয়ে তিনতলা থেকে পড়ে কালুমিয়া (৩৫) নামে এক ব্যক্তি মারা গেছে। একই থানা এলাকায় স্ত্রীর সঙ্গে রাগ করে নিজের শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে লিটন মিয়া নামে এক যুবক আত্মহত্যার চেষ্টা চালিয়েছে। বৃহস্পতিবার বিকেলে কামরাঙ্গীরচর পূর্ব রসুলপুরে তিনতলার ভবন থেকে পড়ে কালুমিয়া মারা গেছে। চার ছেলের জনক কালু বুধবার রাতে ছেলে বাবরের স্ত্রী রুবিনা ও কালুর স্ত্রী রোজিনার সঙ্গে পারিবারিক কলহে বাগবিতণ্ডায় জড়ায়। বাবর বৃহস্পতিবার সকালে থানায় গিয়ে অভিযোগ করলে বিকেলে থানা পুলিশ বাসায় আসে। পুলিশ কালুকে ধরে নিতে চাইলে সে কৌশলে পুলিশের হাত থেকে ফসকে ছাদে গিয়ে পরনের লুঙ্গি খুলে গলায় পেঁচিয়ে জানালার বাইরের দিকে ঝুলে পড়ে। পুলিশ ও স্বজনরা জানালায় ঝুলে থাকা কালুকে উদ্ধারের এক পর্যায়ে সে নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে সন্ধ্যার দিকে ঢাকা মেডিক্যালের জরুরী বিভাগে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুপুরে কামরাঙ্গীরচর চেয়ারম্যানবাড়ি বড়গ্রামে পারিবারিক কলহের জের ধরে স্ত্রীর সঙ্গে অভিমান করে শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দিলে লিটন মিয়া মারাত্মক দগ্ধ হয়। তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। বার্ন ইউনিটের আবাসিক সার্জন ডাঃ পার্থ শংকর পাল বলেন, লিটনের শরীরের ৯৮ শতাংশ পুড়ে গেছে। অবস্থা আশঙ্কাজনক। তবে চিকিৎসা চলছে।
×