ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

শ্বশুরবাড়ি, আগোরা সুপার শপকে জরিমানা

প্রকাশিত: ০৭:২৯, ২০ জুলাই ২০১৮

শ্বশুরবাড়ি, আগোরা  সুপার শপকে  জরিমানা

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর সীমান্ত স্কয়ারে শ্বশুরবাড়ি ক্যাফের রান্নাঘরে শত শত তেলাপোকা ঘুরে বেড়ায়। এই পরিবেশেই রান্না হয়। এর মধ্যেই রাখা হয় খাবার। এই অস্বাস্থ্যকর পরিবেশের কারণে জরিমানা করা হয়েছে শ্বশুরবাড়িকে। এদিকে আগোরা সুপার শপে তৈরি জুসে উৎপাদনের তারিখ নেই। মোড়কে খুচরা বিক্রয় মূল্য লেখা না থাকায় আগোরা সুপার শপকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের ঢাকা ওই এলাকায় অভিযান চালায়। উপপরিচালক (উপসচিব) মনজুর মোহাম্মাদ শাহরিয়ারের তদারকিতে অভিযান পরিচালনা করেন ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল জব্বার মন্ডল ও সহকারী পরিচালক জান্নাতুল ফেরদাউস। অভিযানে সহায়তা করে আর্মড পুলিশ ব্যাটালিয়ন-১। জান্নাতুল ফেরদৌস জানান, সীমান্ত স্কয়ারের শ্বশুরবাড়ি ক্যাফেতে অভিযান চালানো হয়। দেখা যায় রান্নাঘরে শত শত তেলাপোকা ঘোরাঘুরির মধ্যে রান্না করা হচ্ছে। খাবার আর বাসনকোসনে ঘুরে বেড়াতে দেখা গেছে তেলাপোকা। এই অস্বাস্থ্যকর পরিবেশের কারণে শ্বশুরবাড়িকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই অভিযোগে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয় ফুড কর্নার ও ফর্মোচা রেস্তরাঁকে জরিমানা করা হয়েছে। মিঃ বেকারের ১ কেজি দইয়ের পাত্রে ২৫০ গ্রাম ওজন কম থাকায় তাদেরও জরিমানা গুনতে হয়েছে। অভিযান শেষে জব্বার মণ্ডল জানান, অভিযানে আগোরা সুপার শপে তৈরি জুসের প্যাকেটের গায়ে উৎপাদন তারিখ, মেয়াদ, খুচরা বিক্রয় মূল্য লেখা নেই। বিদেশী পণ্যের মোড়কেও খুচরা বিক্রয় মূল্য লেখা ছিল না। তাই আগোরার সীমান্ত স্কয়ারের এই শাখাকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান দল ধানমন্ডি ১০/এ মি. বেকারে দইয়ের পাতিল ওজন করে দেখতে পায় ১ কেজির দইয়ে ২১৯ গ্রাম কম। এসব অভিযোগে প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
×