ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

গুগলের জরিমানা ৫০০ কোটি ডলার

প্রকাশিত: ০৭:১১, ২০ জুলাই ২০১৮

গুগলের জরিমানা ৫০০ কোটি ডলার

এ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম নিয়ে এ্যান্টিট্রাস্ট মামলায় এ্যালফাবেট মালিকানাধীন গুগলকে পাঁচশ কোটি মার্কিন ডলার জরিমানা করেছে ইউরোপীয় ইউনিয়ন। এ ধরনের মামলায় জরিমানার অঙ্কে এটিই রেকর্ড। এছাড়া ৯০ দিনের মধ্যে গুগলকে অবৈধ ব্যবহার বন্ধের নির্দেশ দিয়েছে ইউরোপীয় কমিশন। নির্দেশ অমান্য করলে প্রতিষ্ঠানটিকে বাড়তি জরিমানাও গুনতে হতে পারে। সেক্ষেত্রে এ্যালফাবেটের দৈনিক গড় বৈশ্বিক আয়ের ৫ শতাংশই জরিমানা দিতে হতে পারে বলে সিএনবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে। গত বছরই গুগলকে ২৭০ কোটি মার্কিন ডলার জরিমানা গুনতে হয় প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানের চেয়ে নিজেদের কেনাকাটার সেবায় বাড়তি সুবিধা দেয়ায়। এবার ইউরোপীয় ইউনিয়ন বলছে, গুগলের মূল প্রতিষ্ঠান অনৈতিকভাবে তাদের নিজস্ব সেবাকে বাড়তি সুবিধা দিয়েছে। স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানগুলোকে ক্রোম, সার্চ এবং প্লে স্টোরের মতো গুগল এ্যাপগুলোকে আগে থেকে ইনস্টল করতে বাধ্য করেছে। -অর্থনৈতিক রিপোর্টার
×