ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্সে ৫ বছর পর অনুমোদন পেলেন আজিজুল ইসলাম তালুকদার

প্রকাশিত: ০৭:১০, ২০ জুলাই ২০১৮

হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্সে ৫ বছর পর অনুমোদন পেলেন আজিজুল ইসলাম তালুকদার

অর্থনৈতিক রিপোর্টার ॥ দীর্ঘ ৫ বছর পর হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা হিসেবে অনুমোদন পেলেন আজিজুল ইসলাম তালুকদার। সম্প্রতি নবায়ন নিয়োগের অনুমোদনপত্র আজিজুল ইসলাম তালুকদারের হাতে তুলে দেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআএ) চেয়ারম্যান শফিকুর রহমান পাটোয়ারী। ২০১৩ সাল থেকে তার নিয়োগ অনুমোদন করা হয়েছে। মুখ্য নির্বাহী নিয়োগ ও অপসারণ সংক্রান্ত প্রবিধানমালা-২০১২ অনুসারে সকল শর্ত পূরণ হওয়ায় আজিজুল ইসলাম তালুকদারকে মুখ্য নির্বাহী হিসেবে নিয়োগ অনুমোদন করে নিয়ন্ত্রক সংস্থা। অনুমোদনপত্র হাতে পেয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানান আজিজুল ইসলাম তালুকদার। তিনি বলেন, ‘আমি খুব খুশি। ন্যায়বিচার পেয়েছি। বিগত দুই মেয়াদে আইডিআরএ’র দায়িত্বপ্রাপ্ত কর্তারা যে অবিচার আমার প্রতি করেছে তার সুবিচার পেয়েছি।’ জানা যায়, আজিজুল ইসলাম তালুকদার ২০১০ সালে ২৪ মে হোমল্যান্ড লাইফের মুখ্য নির্বাহী হিসেবে ৩ বছরের জন্য অনুমোদন পান। ২০১৩ সালের ২৪ মে দ্বিতীয় মেয়াদে অনুমোদনের জন্য আবেদন পাঠানো হয় আইডিআরএ। পরের মেয়াদে নিয়োগ লাভের জন্যও তার নিয়োগ নবায়নের আবেদন পাঠানো হয়। এরপর থেকেই শুরু হয় নানা অজুহাতে হয়রানি। কখনও এ কাগজ নেই, তা পূরণ করলে আবার অন্য শর্ত। সব শর্ত পূরণ করার পরও চলে নানা হয়রানি। বর্তমান মেয়াদের আইডিআরএ’র চেয়ারম্যান ও সদস্যরা আজিজুল ইসলাম তালুকদারের আবেদন যাচাই-বাছাই করেন। গঠন করেন কমিটি। মুখ্য নির্বাহী নিয়োগ ও অপসারণ সংক্রান্ত প্রবিধানমালা-২০১২ অনুসারে সকল শর্ত পূরণ হওয়ায় আজিজুল ইসলাম তালুকদারকে মুখ্য নির্বাহী হিসেবে নিয়োগ দেয়ার সুপারিশ করেন ওই কমিটি। ২০১৩ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত তার নিয়োগ অনুমোদন দেয়া হয়। একই সঙ্গে ২০১৬ সালে ২৪ মে থেকে ২০১৯ সালের ২৩ মে পর্যন্ত আরও ৩ বছরের জন্য তার নিয়োগ অনুমোদন দেয় আইডিআরএ। আজিজুল ইসলাম তালুকদার হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী হিসেবে নিয়োগ পাওয়ার পর থেকে কোম্পানির অভ্যন্তরীণ দুর্নীতি ও অনিয়ম দূর করতে কঠোর পদেক্ষপ নেন। তিনি দুর্নীতি এবং অনিয়মের বিরুদ্ধে নানাবিধ সংস্কার কাজে হাত দেন।
×