ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ন্যাশনাল হাউজিংয়ের মুনাফা কমেছে

প্রকাশিত: ০৭:০৬, ২০ জুলাই ২০১৮

ন্যাশনাল হাউজিংয়ের মুনাফা কমেছে

শেয়ারবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স এ্যান্ড ইনভেস্টমেন্টের ২০১৮ সালের ছয় মাসে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) আগের বছর থেকে ১২ শতাংশ কমেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, ২০১৮ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ছয় মাসে কোম্পানিটির অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.১১ টাকা। যা আগের বছর একই সময়ে হয়েছিল ১.২৬ টাকা। অর্থাৎ বছরের ব্যবধানে কোম্পানিটির মুনাফা ০.১৫ টাকা বা ১২ শতাংশ কমেছে। এদিকে চলতি বছরের এপ্রিল থেকে জুন পর্যন্ত তিন মাস সময়ে কোম্পানিটির অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.৬৩ টাকা। যা আগের বছর একই সময়ে হয়েছিল ০.৭০ টাকা। অর্থাৎ এখানে বছরের ব্যবধানে মুনাফা ০.০৭ টাকা বা ১০ শতাংশ কমেছে। -অর্থনৈতিক রিপোর্টার
×