ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কসবায় গ্যাস কূপ খনন কাজ আবার শুরু

প্রকাশিত: ০৬:৫৪, ২০ জুলাই ২০১৮

কসবায় গ্যাস কূপ খনন কাজ আবার শুরু

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া ॥ এক সপ্তাহ বন্ধ থাকার পর আবার ব্রাক্ষণবাড়িয়ার কসবা গ্যাস ক্ষেত্রের খনন কাজ ফের শুরু হয়েছে। সেই সঙ্গে চলছে কূপটির পরীক্ষণ কাজ। গত সপ্তাহে (১৩ জুলাই) কসবা অনুসন্ধানী গ্যাস কূপ খননকালে মাটির সাড়ে ৮ হাজার ফুট তলদেশে ড্রিলিং পাইপ আটকে যায়। এতে খনন কাজ বন্ধ থাকে। এরপর কর্মকর্তারা এর মেরামত কাজ শেষ করেন। বৃহস্পতিবার থেকে আবার কূপ খনন কাজ শুরু হয়েছে। ২৫শ’ ৪৭ মিটার তলদেশে যাওয়ার পর এ বিপত্তি দেখা দেয়। সরকারের রূপকল্প-৩ ও ১ এর আওতায় মে মাসে পৃথক দুটি অনুসন্ধানী কূপ খনন কাজ শুরু হয়েছে। বাপেক্স নিজস্ব জনবল ও রিগ দিয়ে এ কাজটি শুরু করে। গ্যাস ডেভেলপমেন্ট ফান্ডের অর্থায়নে ২টি কূপ খননে ব্যয় হবে প্রায় ১শ’ ৭৫ কোটি টাকা। কসবা-১ কূপ সাড়ে ৫ একর জায়গার ওপর প্রতিষ্ঠিত।
×