ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

র‌্যাব-বিজিবি ‘বন্দুকযুদ্ধে’ দুই মাদক কারবারি নিহত

প্রকাশিত: ০৬:৫৪, ২০ জুলাই ২০১৮

র‌্যাব-বিজিবি ‘বন্দুকযুদ্ধে’ দুই মাদক কারবারি নিহত

নিজস্ব সংবাদদাতা, কচুয়া, চাঁদপুর ॥ র‌্যাব-বিজিবির ‘বন্দুকযুদ্ধে’ কচুয়ার মাদক কারবারি ফরহাদ হোসেন আরিফ (২৮) ও এনামুল হক (৩৪) নিহত হয়েছে। বৃহস্পতিবার রাত পৌনে চারটায় কক্সবাজার জেলার রামু থানার মেরিন ড্রাইভ চেকপোস্ট এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলো কচুয়া উপজেলার বিতারা ইউনিয়নের তেগুরিয়া গ্রামের বিল্লাল হোসেনের ছেলে ফরহাদ হোসেন আরিফ ও একই গ্রামের মোঃ ফজলুল হকের ভাগ্নে এনামুল হক। থানা সূত্রে জানা গেছে, ওই সময়ে বিপুল পরিমাণ মাদকসহ আরিফ ও এনামুল মাইক্রোবাস যোগে কক্সবাজার সড়কের মেরিন ড্রাইভ চেকপোস্ট অতিক্রম করার সময় বিজিবির সদস্যদের সিগনাল দিলে তারা অমান্য করে চলে যায়। এ সময় বিজিবি ধাওয়া করলে তাদের লক্ষ্য করে মাদক কারবারিরা গুলি ছুড়ে। দু’পক্ষের গোলাগুলিতে আরিফ ও এনামুল নিহত হয়। স্টাফ রিপোর্টার, কক্সবাজার থেকে জানান, তাদের গাড়ি থেকে একটি পিস্তল, একটি এলজি, ১২ রাউন্ড তাজা কার্তুজ ও ৭ রাউন্ড খালি খোসা এবং তাদের ব্যবহৃত এক্স-করোলা মডেলের গাড়ির পেছনের বাক্সে একটি মাঝারি সাইজের হ্যান্ডব্যাগ থেকে প্রায় ৬০ হাজার ইয়াবা জব্দ করা হয়েছে।
×