ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

নাশকতার মামলায় টুকু ও ইসহাক রিমান্ডে

প্রকাশিত: ০৬:৫৪, ২০ জুলাই ২০১৮

নাশকতার মামলায় টুকু ও ইসহাক রিমান্ডে

কোর্ট রিপোর্টার ॥ রমনা থানার পৃথক ২টি নাশকতার মামলায় যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু এবং ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকারসহ ৩ জনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম রায়হান উল ইসলাম শুনানি শেষে বিভিন্ন মেয়াদের এই রিমান্ড মঞ্জুর করেন। একটি মামলায় ইসহাকের ২ দিন এবং টুকুর ১ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। অপর আসামি এনামুল হকের উভয় মামলায় ১ দিন করে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। রমনা থানা পুলিশ ইসহাক সরকার ও টুকুকে ১টি করে মামলায় ১০ দিন করে ও এনামুল হককে দুই মামলায় ২০ দিন রিমান্ডে নেয়ার আবেদন করেছিল। এদিকে আসামি পক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করলে আদালত তা নামঞ্জুরের আদেশ দেন। মামলার অভিযোগ থেকে জানা গেছে, গত ৮ ফেব্রুয়ারি বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার অরফানেজ ট্রাস্ট মামলার রায়কে কেন্দ্র করে আসামিরা শাহবাগ এলাকার চানখাঁরপুল মোড়ে অবস্থান নিয়ে যানবাহন চলাচল বন্ধ করে সেøাগান দিতে থাকে। পুলিশের নির্দেশ অমান্য করে তারা লাঠিসোঁটা, ইট-পাটকেল নিয়ে পুলিশের কর্তব্যকাজে বাধা দেয় এবং পুলিশকে হত্যার উদ্দেশ্যে ইট-পাটকেল নিক্ষেপ করে। আসামিদের ছোড়া ইট-পাটকেলে চলাচলরত কয়েকটি গাড়ির গ্লাস ভেঙ্গে যায় এবং কয়েকজন পুলিশ আহত হয়। ওই ঘটনায় পুলিশ শাহবাগ থানায় মামলা দায়ের করে।
×