ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

খালেদার মুক্তির দাবিতে আজ বিএনপির সমাবেশ

প্রকাশিত: ০৬:২৩, ২০ জুলাই ২০১৮

খালেদার মুক্তির দাবিতে আজ বিএনপির সমাবেশ

স্টাফ রিপোর্টার ॥ ডিজিটাল জালিয়াতি করতেই সরকার ইভিএমে জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণের তোড়জোড় শুরু করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার দুপুরে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। এদিকে পুলিশের মৌখিক অনুমতি পাওয়ায় কারাবন্দী খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে আজ বিকেল ৩টায় নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপি সমাবেশ করবে বলে রিজভী সংবাদ সম্মেলনে জানিয়েছেন। রিজভী বলেন, ইভিএম সুষ্ঠু নির্বাচনের পরিপন্থী। তবে যেহেতু বর্তমান সরকারের জনপ্রিয়তা নেই, সেজন্য তারা আগামী জাতীয় নির্বাচন নিয়ে নানা ফন্দিফিকির শুরু করেছে। সরকার আরেকটি ভোট ইঞ্জিনিয়ারিং করতেই জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে। ভোট কারচুপি করে নিজেদের পক্ষে ফল নিতেই ইভিএম ব্যবহার করতে চাচ্ছে। কিন্তু ভোটাররা ইভিএম মানতে নারাজ। ভোটাধিকার হরণের এই পদ্ধতি ব্যবহার অন্তর্ঘাত। রিজভী বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ১০০ আসনে ইভিএমে ভোটগ্রহণের প্রস্তুতি নেয়া হচ্ছে। সেজন্য প্রথম পর্যায়ে ২ হাজার ৬০০ কোটি টাকার ইভিএম কেনার পরিকল্পনা চলছে। বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট, বিভিন্ন রাজনৈতিক দল, নির্বাচন পর্যবেক্ষক ও বিশ্লেষকদের আপত্তির পরেও তাড়াহুড়ো করে নির্বাচন কমিশনের ইভিএম স্থানীয়ভাবে কেনা ও আমদানি করা দুরভিসন্ধিমূলক।
×