ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বরিশালে হাঁটু পানি মাড়িয়ে সাদিকের গণসংযোগ

প্রকাশিত: ০৬:১১, ২০ জুলাই ২০১৮

বরিশালে হাঁটু পানি মাড়িয়ে সাদিকের গণসংযোগ

খোকন আহম্মেদ হীরা, বরিশাল ॥ গত কয়েক দিনের বৃষ্টির পানি জমে ঘরবন্দী হয়ে পড়েছেন বরিশাল সিটি কর্পোরেশনের ৫ নম্বর ওয়ার্ডের পলাশপুর কলোনির বাসিন্দারা। বৃষ্টি আর পানি উপেক্ষা করে সেখানে কর্মীদের নিয়ে ছুটে যান আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার মেয়র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। প্রথমে ওই কলোনির বাসিন্দাদের পানিবন্দী জীবনের কষ্টের কথা শোনেন সাদিক। পরে তাদের কষ্ট লাঘবে যথাযথ ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন। ফেরার সময় নৌকা প্রতীকে ভোট চান সাদিক আব্দুল্লাহ। শুধু পলাশপুর কলোনি নয়, পানিবন্দী রসুলপুর ও স্টেডিয়াম কলোনিতে হাঁটুপানির মধ্যে নৌকা মার্কার পক্ষে প্রচার চালিয়েছেন তরুণ প্রার্থী সাদিক আব্দুল্লাহ। নির্বাচনী প্রচার শুরুর পর থেকেই তিনি এই তিন কলোনিসহ রিফিউজি কলোনি, ভাটারখাল কলোনি ও বালুরমাঠ কলোনিতে একদিন পর পর ভোট চাইতে যাচ্ছেন। তবে ঠিক উল্টো ছবি বিএনপির ধানের শীষ মার্কার মেয়র প্রার্থী মজিবর রহমান সরোয়ারের বেলায়। প্রচার শুরুর পর তিনি কিংবা তার কর্মী-সমর্থকেরা একবারের জন্যও ওই ছয় কলোনিতে যাননি। সরোয়ারের প্রচার চলছে নগরীর প্রাণকেন্দ্রগুলোতে। সদর রোড, চকবাজার, বাজার রোড, গির্জামহল্লা, ফজলুল হক এভিনিউ ও হাসপাতাল রোড কেন্দ্রিক চলছে বিএনপির প্রার্থী ও তার সমর্থকদের প্রচার। মহানগর আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক নিরব হোসেন টুটুল বলেন, আওয়ামী লীগের সাবেক মেয়র শওকত হোসেন হিরন বরিশালের ছয়টি বস্তিকে কলোনিতে রূপান্তরিত করেছিলেন। এখন আমাদের মেয়র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ ওই কলোনিবাসীর পাশে থেকে তাদের জীবনযাত্রার সব মৌলিক অধিকার দিতে হাঁটুপানির মধ্যে বার বার ওইসব কলোনিতে ছুটে যাচ্ছেন। নারীবান্ধব নগরীর প্রত্যাশা ॥ নগরীর প্রায় অর্ধেক ভোটার নারী হলেও চলাফেরা বা অপরাপর সুযোগ-সুবিধা প্রাপ্তির ক্ষেত্রে নারীরা অনেক পিছিয়ে রয়েছে। তাই বরিশাল নগরী নারীবান্ধব নগরী বলে মনে করেন না স্থানীয় নারী নেত্রীরা। তাদের মতে, কোন বাস্তবসম্মত কার্যক্রম না থাকলেও বরিশালকে শিশুবান্ধব নগরী ঘোষণা করা হলেও নারীবান্ধব নগরী করে গড়ে তুলতে এখন পর্যন্ত কোন মেয়র উদ্যোগ গ্রহণ করেননি। তাই নারী নেত্রীরা আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র প্রার্থীদের কাছে নারীবান্ধব নগরী গড়ে তুলতে কর্মজীবী মহিলা হোস্টেল নির্মাণ, নারী শ্রমিকদের মজুরি বৈষম্য বিলুপ্ত, মাদার্স কর্নার প্রতিষ্ঠাসহ নারীবান্ধব নগরী গড়ে তোলার প্রতিশ্রুতি এবং নির্বাচিত হলে তা বাস্তবায়নের দাবি করেন। সূত্রমতে, সিটি নির্বাচনে মোট ভোটার ২ লাখ ৪২ হাজার ১১৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ২১ হাজার ৪৩৬ জন এবং নারী ভোটার ১ লাখ ২০ হাজার ৭৩০ জন। অর্থাৎ মাত্র ৭০৬ জন পুরুষ ভোটার বেশি। যাদের সিংহভাগই ভোটের সময়ে কর্মস্থলে থাকায় বরিশালে ভোট দিতে পারেন না। ভোটার সংখ্যায় নারীরা অর্ধেক হলেও নগরীতে তারা নানাভাবে বঞ্চিত ও উপেক্ষিত হচ্ছে। সরব নৌকার প্রচার ॥ নৌকা মার্কার মেয়র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ আনুষ্ঠানিক প্রচার শুরু করেই নগরীর প্রতিটি ওয়ার্ডের বাড়িতে বাড়িতে গিয়ে গণসংযোগ অব্যাহত রেখেছেন। দলীয় ও বিভিন্ন সংগঠনের কার্যালয়ে গিয়ে তিনি মতবিনিময় ও উঠান বৈঠক করছেন। নেতাকর্মী ও সমর্থকেরা প্রত্যেক ওয়ার্ডে দিনরাত নৌকা মার্কার প্রচার এবং গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। নৌকা মার্কার সমর্থনে প্রচারে কেন্দ্রীয় নেতা থেকে শুরু করে জেলা, মহানগর এবং বিভিন্ন উপজেলার আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেছেন। সুষ্ঠু পরিবেশ বিরাজ করছে ॥ আগামী ৩০ জুলাই বরিশাল সিটি কর্পোরেশনের নির্বাচনকে ঘিরে জনগণের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে জানিয়ে আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার মেয়র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ জনকণ্ঠকে বলেন, নগরবাসীর ব্যাপক সাড়া পেয়ে নির্বাচনে উন্নয়নের প্রতীক নৌকা মার্কার গণজোয়ার সৃষ্টি হয়েছে। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ইনশাল্লাহ নৌকার বিজয় হবে। তিনি আরও বলেন, এখন পর্যন্ত প্রচার মাঠে সুষ্ঠু ও সুন্দর পরিবেশ বিরাজ করছে। সাদিক আব্দুল্লাহ বলেন, ক্ষমতাসীন আওয়ামী লীগের দলীয় প্রার্থী হওয়ায় বিরোধী প্রার্থীদের আঙ্গুলটা আমার ওপরে আসে। এ জন্য আমার নিজের ওয়ার্ডের ভোট কেন্দ্রসহ আশপাশের বেশ কয়েকটি ভোটকেন্দ্রে ইভিএমের জন্য আবেদন করেছি। সরোয়ার পতœীর গণসংযোগ ॥ ধানের শীষ মার্কার মেয়র প্রার্থী মজিবর রহমান সরোয়ারের পক্ষে ভোট চাইতে এবার মাঠে নেমেছেন তার স্ত্রী নাসিমা সরোয়ার। নগরীর বিভিন্ন ওয়ার্ডে তিনি ধানের শীষের পক্ষে প্রচার চালিয়ে ভোট প্রার্থনা করেন। অপরদিকে নগরীর চাঁদমারী এলাকায় সরোয়ার গণসংযোগকালে সাংবাদিকদের বলেন, ইভিএমের বিষয়টা এখনও জনগণ জানে না। কাজেই ইভিএম করলেই যে নির্বাচন সুষ্ঠু হবে সেটা ঠিক নয় বরং সুষ্ঠু নির্বাচনের জন্য গাজীপুর ও খুলনার যে ত্রুটি-বিচ্যুতি হয়েছে সেগুলো দূর করতে হবে।
×