ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

শ্রীলঙ্কা-দ. আফ্রিকা দ্বিতীয় টেস্ট শুরু আজ

প্রকাশিত: ০৫:২৫, ২০ জুলাই ২০১৮

শ্রীলঙ্কা-দ. আফ্রিকা দ্বিতীয় টেস্ট শুরু আজ

স্পোর্টস রিপোর্টার ॥ শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার দ্বিতীয় টেস্ট শুরু হচ্ছে আজ। দুই ম্যাচের টেস্ট সিরিজের এই দ্বিতীয় টেস্টটি কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে বাংলাদেশ সময় সকাল সাড়ে দশটায় শুরু হবে। প্রথম টেস্টে নাজেহাল হয়েছে দক্ষিণ আফ্রিকা। গলে লজ্জা নিয়ে হেরেছে। ২৭৮ রানের বড় ব্যবধানে হার হয়েছে। তাতে করে সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে পড়েছে দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় টেস্ট যদি শ্রীলঙ্কা জেতে, তাহলে সিরিজ ২-০ ব্যবধানে জিতে নেবে লঙ্কানরা। হোয়াইটওয়াশ হবে প্রোটিয়ারা। আর যদি দক্ষিণ আফ্রিকা জেতে, তাহলে সিরিজে ১-১ সমতা আসবে। পারবে দক্ষিণ আফ্রিকা সমতা ফেরাতে? শ্রীলঙ্কান অভিজ্ঞ স্পিনার রঙ্গনা হেরাথ তো প্রোটিয়াদের হুমকিই দিয়েছেন। বলেছেন, কলম্বোয় স্পিনটা আরও বেশি করে ধরবে। প্রথম টেস্ট হয়েছে গলে। টেস্টে দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় ইনিংসে ৭৩ রানেই গুটিয়ে যায়। দক্ষিণ আফ্রিকার টেস্ট ইতিহাসে এক ইনিংসে সর্বনি¤œ স্কোর এটি। কী লজ্জা মিলেছে! হেরাথ আরও ভয় ধরিয়ে দিচ্ছেন। প্রথম টেস্টে দক্ষিণ আফ্রিকার দুই ইনিংস মিলিয়ে ২০ উইকেটের মধ্যে ১৭ উইকেটই নিয়েছেন লঙ্কান স্পিনাররা। ডানহাতি স্পিনার দিলরুয়ান পেরেরা (১০টি), বামহাতি রঙ্গনা হেরাথ (৫টি) ও লাকসান সান্দাকান (২টি) মিলেই ডুবিয়ে দিয়েছেন দক্ষিণ আফ্রিকাকে। পেসার সুরঙ্গ লাকমাল নিয়েছেন বাকি ৩টি উইকেট। স্পিনে যে কী করুণ দশা হয়েছে প্রোটিয়াদের, তা বোঝাই যাচ্ছে। এবারও স্পিনেই দক্ষিণ আফ্রিকাকে ধসে দিতে চান শ্রীলঙ্কা স্পিনাররা। চল্লিশ বছর বয়সী হেরাথ বলেছেন, ‘উইকেটের দিকে তাকালেই বোঝা যায়, শুষ্ক। স্পিনবান্ধব উইকেট। আমাদের আছে পেরেরা। লাগলে আছে ধনাঞ্জয়াও। গল টেস্টে সে বোলিং করেনি। প্রয়োজন পড়লে এবার সেও বোলিং করতে প্রস্তুত।’ বোঝাই যাচ্ছে, কলম্বো টেস্টে দক্ষিণ আফ্রিকার সামনে বিপদ বাড়তে পারে।
×