ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বাংলাদেশ-শ্রীলঙ্কা ‘এ’ আনঅফিসিয়াল ওয়ানডে সিরিজ

এবার হারল বাংলাদেশ

প্রকাশিত: ০৫:২৪, ২০ জুলাই ২০১৮

এবার হারল বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ ও শ্রীলঙ্কা ‘এ’ দল তিন ম্যাচের আনঅফিসিয়াল ওয়ানডে সিরিজ খেলছে। প্রথম ম্যাচে ২ রানে জেতার পর দ্বিতীয় ম্যাচে এবার হারল বাংলাদেশ। ৬৭ রানে হারল বাংলাদেশ। তাতে করে সিরিজে ১-১ সমতা আসল। শনিবার তৃতীয় ম্যাচে যে দল জিতবে, তারাই সিরিজ নিজেদের করে নেবে। এর আগে আনঅফিসিয়াল টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে জিতেছিল শ্রীলঙ্কা। প্রথম দুটি ম্যাচ ড্র হয়। তৃতীয় আনঅফিসিয়াল টেস্টে গিয়ে জিতে শ্রীলঙ্কা। সিরিজ জিতে নেয়। দ্বিতীয় আনঅফিসিয়াল ওয়ানডে ম্যাচে টস জেতে শ্রীলঙ্কা। আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। থিসারা পেরেরার ১১১ রানে ৪৯.৪ ওভারে ২৭৫ রান করে জিতে লঙ্কানরা। নাঈম হাসান ৩ উইকেট নেন। জবাব দিতে নেমে ৪৪.৩ ওভারে ২০৮ রান করতেই অলআউট হয়ে যায় বাংলাদেশ। আল আমিন সর্বোচ্চ ৪৬ রান করেন। পুষ্পকুমারা ও পেইরিস ৩টি করে উইকেট নেন। স্কোর ॥ দ্বিতীয় আনঅফিসিয়াল ওয়ানডে শ্রীলঙ্কা ‘এ’ ইনিংস ২৭৫/১০; ৪৯.৪ ওভার (পেরেরা ১১১, থারাঙ্গা ৪৪, মাদুশঙ্কা ৩৬; নাঈম ৩/৪২, সানজামুল ২/২১)। বাংলাদেশ ‘এ’ ইনিংস ২০৮/১০; ৪৪.৩ ওভার (আল আমিন ৪৬, জাকির ৩২, সাইফ ২৮, আরিফুল ২৭, মিঠুন ২৫; পুষ্পকুমারা ৩/৩২)। ফল ॥ বাংলাদেশ ‘এ’ ৬৭ রানে পরাজিত। ম্যাচসেরা ॥ থিসারা পেরেরা (শ্রীলঙ্কা ‘এ’ দল)।
×