ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

এশিয়ান গেমসের দলে নেই মামুনুল

প্রকাশিত: ০৫:২৪, ২০ জুলাই ২০১৮

এশিয়ান গেমসের দলে নেই মামুনুল

স্পোর্টস রিপোর্টার ॥ আগামী আগস্টে ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত হবে এশিয়ান গেমস। এই গেমসের ফুটবলে অংশ নেবে বাংলাদেশ দল। তারপর আগামী সেপ্টেম্বরে নিজেদের মাটিতে অনুষ্ঠিত সাফ চ্যাম্পিয়নশিপে অংশ নেবে লাল-সবুজরা। দুটি দলেই খেলার কথা ছিল অভিজ্ঞ এ্যাটাকিং মিডফিল্ডার এবং সাবেক অধিনায়ক মামুনুল ইসলামের। বর্তমানে তিনি জাতীয় দলের সঙ্গে কন্ডিশনিং ক্যাম্প করতে অবস্থান করছেন কাতারে। তবে একটি সূত্র থেকে জানা গেছে, দলের নতুন ব্রিটিশ কোচ জেমি ডে মামুনুলকে এশিয়ান গেমস ফুটবলে খেলানোর জন্য বিবেচনা করছেন না! কারণ হিসেবে জানা গেছে, সাফ চ্যাম্পিয়নশিপে খেলানোর জন্য মামুনুলকে পরিপূর্ণ চাঙ্গা এবং ফিট রাখতেই তাকে বিশ্রামে রাখতে চান কোচ। কাতারে গেছেন সিনিয়র ও জুনিয়র মিলে ২৮ ফুটবলার। যাদের মধ্যে আছেন মামুনুলও। এশিয়ান গেমসের জন্য আগে থেকেই ছয় সিনিয়র খেলোয়াড় চূড়ান্ত করে ফেলেছেন কোচ জেমি। তাতে নেই মামুনুল ইসলাম। এশিয়ান গেমসে কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হবে বাংলাদেশকে। তাদের প্রতিপক্ষ থাইল্যান্ড, কাতার ও উজবেকিস্তান। অনুর্ধ-২৩ বয়সীদের এই আসরে তিন সিনিয়র খেলোয়াড় খেলানোর সুযোগ আছে। আগে থেকেই গোলরক্ষক আশরাফুল ইসলাম রানা ও শহীদুল আলম সোহেল, ডিফেন্ডার তপু বর্মণ ও নাসিরউদ্দীন চৌধুরী, মিডফিল্ডার জামাল ভূঁইয়া ও স্ট্রাইকার নাবীব নেওয়াজ জীবনের নাম নিবন্ধন ছিল। তবে এদের মাঝে পারফর্মেন্সের কারণে রানা, তপু ও জামাল ভূঁইয়ার খেলা প্রায় নিশ্চিত। অথচ ২০১৪ সালে দক্ষিণ কোরিয়ার ইনচনের এশিয়াডে মামুনুলের দুর্দান্ত গোলেই আফগানিস্তানকে হারিয়েছিল বাংলাদেশ।
×