ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

আরচারি ওয়ার্ল্ড কাপ স্টেজ-৪

কম্পাউন্ড মিশ্র দলগতে দ্বিতীয় রাউন্ডে বাংলাদেশ

প্রকাশিত: ০৫:২০, ২০ জুলাই ২০১৮

কম্পাউন্ড মিশ্র দলগতে দ্বিতীয় রাউন্ডে বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার ॥ জার্মানির বার্লিনে চলমান আরচারি ওয়ার্ল্ড কাপ স্টেজ-৪-এর চতুর্থ দিনের খেলায় কম্পাউন্ড মিশ্র দলগত ইভেন্টে বাংলাদেশ আরচারি দল (রুমান সানা ও নাসরিন আক্তার) গ্রেট ব্রিটেনকে (লুসি ম্যাসন ও জেমস ম্যাসন) ১৫৬-১৫৫ স্কোরে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে উন্নীত হয়। মিশ্র দলগত ইভেন্টে বাংলাদেশ কম্পাউন্ড দল সর্বোচ্চ ১৫৬ স্কোর অর্জন করে দেশীয় রেকর্ড সৃষ্টি করে। আজ সকালে কম্পাউন্ড মিশ্র দলগত ইভেন্টের দ্বিতীয় রাউন্ডের খেলা অনুষ্ঠিত হবে। রিকার্ভ ডিভিশনে বাংলাদেশের আরচার রুমান সানা এককে তৃতীয় রাউন্ডে দক্ষিণ কোরিয়ার কিম ওজিনের কাছে ৬-২ সেট পয়েন্টে হেরে যান। রিকার্ভ পুরুষ দলগত ইভেন্টে জার্মানির কাছে ৬-০ সেট পয়েন্টে হেরে যায় বাংলাদেশ। কম্পাউন্ড ডিভিশনে পুরুষ এককে বাংলাদেশের অসীম কুমার দাস ইতালির ভ্যালেরিও দেল্লা স্টুয়ার কাছে ১৪১-১৪০ স্কোরে এবং আবুল কাশেম মামুন কাজাখস্তানের এন্টিয়ম গানকিনর কাছে ১৩৩-১৩০ স্কোরে হেরে যান। বাংলাদেশের বন্যা আক্তার সুইডেনের ইনগ্রিড অলোফসোনর কাছে ১২৮-১২১ স্কোরে হেরে যান।
×