ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ভাগ্য কি বদলাবে লিভারপুলের?

প্রকাশিত: ০৪:৪৪, ২০ জুলাই ২০১৮

ভাগ্য কি বদলাবে লিভারপুলের?

স্পোর্টস রিপোর্টার ॥ ইংলিশ প্রিমিয়ার লীগের দ্বিতীয় সর্বোচ্চ ১৮ বারের চ্যাম্পিয়ন লিভারপুল। একটা সময় প্রিমিয়ার লীগে অলরেডদের দাপট দেখেছে গোটা ফুটবল দুনিয়া। কিন্তু বর্তমান লিভারপুল যেন সেই লিভারপুলের ছায়া! লিভারপুল লীগে শেষ কবে শিরোপা উঁচিয়ে ধরেছিল জানেন? ১৮ বছর আগে! ১৯৮৯-৯০ মৌসুমের পর আর কখনোই স্বপ্নের এই ট্রফির ছোঁয়া পায়নি লিভারপুল। গত মৌসুমেও ইংলিশ প্রিমিয়ার লীগের শেষে অলরেডদের অবস্থান ছিল চতুর্থ। যদিওবা পুরো মৌসুমেই আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল জার্গেন ক্লপের দল। সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েই লিভারপুল এবার আরও সতর্ক। দারুণ পরিকল্পিতভাবে সামনের দিকে এগোচ্ছে দলটি। যার পেছনে বড় ভূমিকা রাখছেন ক্লাবটির অভিজ্ঞ কোচ জার্গেন ক্লপ। দেড় যুগ ধরে শিরোপা না জিততে পারার আক্ষেপ ঘোচাতে মরিয়া তারা। সেজন্যই মৌসুম শুরুর আগে দল গোছানোর প্রস্তুতিটাও বেশ ভালভাবে সেরে নিতে যাচ্ছে লিভারপুল। বলতে পারেন, এটা আসলে কোচ জার্গেন ক্লপের ধারাবাহিক প্রক্রিয়া। গত মৌসুমেই লিভারপুলের রক্ষণভাগের মারাত্মক দুর্বলতা চোখে পড়ে ক্লপের। তাই ঝুঁকি নিতে দেরি করেননি দলের অভিজ্ঞ এই কোচ। ৭ কোটি ৫০ লাখ পাউন্ড ট্রান্সফার ফি মূল্যে ভার্জিল ফন ডিককে কিনে নিয়ে ইতিহাস গড়ে লিভারপুল। যা এখন পর্যন্ত ডিফেন্ডারদের জন্য ব্যয় করা কোন ক্লাবের সর্বোচ্চ পারিশ্রমিক। বিশাল অঙ্কের এই ট্রান্সফার দিয়ে ম্যানচেস্টার সিটির গড়া সবচেয়ে দামী ডিফেন্ডার কেনার রেকর্ড ভেঙ্গে ফেলে লিভারপুল। এর আগে গত মৌসুমে জুলাইয়ে টটেনহাম হটস্পারের ইংলিশ রাইট ব্যাক কাইল ওয়াকারকে ৫ কোটি ৪০ লাখ পাউন্ডের বিনিময়ে কিনে রেকর্ড গড়েছিল সিটি। কিন্তু এখন সেই রেকর্ড লিভারপুলের। চলতি বছরের জানুয়ারিতে রেকর্ড পারিশ্রমিক মূল্যে ফিলিপে কুতিনহোকে বার্সিলোনার কাছে বিক্রি করেছিল লিভারপুল। সেই অর্থ থেকেই ভার্জিল ফন ডিককে কিনেছিল অলরেডরা। ডিফেন্ডারের পর এবার গোলরক্ষক কিনেও রেকর্ড গড়ার খুব কাছে লিভারপুল। হ্যাঁ, ব্রাজিলের তারকা গোলরক্ষক এ্যালিসন বেকারকে কেনার খুব কাছাকাছি পৌঁছে গেলে দলটি। এ্যালিসনকে পেতে ইতালিয়ান সিরি’এ লীগের ক্লাব রোমার কাছে ৭৫ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিয়েছে ইংলিশ জায়ান্ট লিভারপুল। যা এ যাবতকালের ইতিহাসে গোলরক্ষকের জন্য সর্বোচ্চ পারিশ্রমিক। কোন ক্লাবই এ বিষয়ে নিশ্চিত কোন কিছু জানায়নি। তবে ইতালি আর ব্রিটিশ গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনের ভিত্তিতে জানা যায় যে, আগামী ২৪ কিংবা ৪৮ ঘণ্টার মধ্যেই এ্যালিসন বেকারের সঙ্গে পাঁচ বছরের চুক্তি করতে যাচ্ছে লিভারপুল। ফুটবল ইতিহাসের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া গোলরক্ষকের তকমাটা এখনও জিয়ানলুইজি বুফনের গায়ে। কিছুদিন আগেই জুভেন্টাস ছেড়ে পিএসজিতে যোগ দেন ইতালির সাবেক এই কিংবদন্তি গোলরক্ষক। ২০০১ সালে তাকে পার্মা থেকে ৫৩ মিলিয়ন ইউরোর বিনিময়ে কিনে এনেছিল জুভেন্টাস। লিভারপুলের প্রস্তাব অনুযায়ী এ্যালিসন বেকারের পারিশ্রমিক মূল্য দাঁড়ায় বুফনের চেয়ে ২০ মিলিয়ন ইউরোরও বেশি। এ্যালিসন বেকারের বয়স ২৫ বছর। এই সময়ের মধ্যেই বিশ্ব ফুটবলের আলোচিত গোলরক্ষকদের একজন হয়ে গেছেন তিনি। স্বদেশী ক্লাব ছেড়ে ২০১৬ সালে ইতালিয়ান ক্লাব রোমায় যোগ দেন বেকার। সদ্য সমাপ্ত রাশিয়া বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেয় ব্রাজিল। তবে এ্যালিসনের পারফর্মেন্স ছিল সত্যিই প্রশংসনীয়। ২০১৮ বিশ্বকাপে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের হয়ে পাঁচ ম্যাচের সবকটিতেই অংশ নেন তিনি। যার মধ্যে এ্যালিসন ‘ক্লিন শিট’ রেখেছেন তিনবার। ২০১৩ সালের পর থেকে গোলরক্ষকের অভাবটা খুব ভালভাবেই টের পাচ্ছে লিভারপুল। পেপে রেইনার পর আর কোন নির্ভরযোগ্য গোলরক্ষক পায়নি তারা। গোলরক্ষকের অভাবটা লিভারপুল গত মৌসুমেও খুব উপলব্ধি করেছে! বিশেষ করে উয়েফা চ্যাম্পিয়ন্স লীগে। ইউরোপ সেরার এই টুর্নামেন্টের ফাইনালে ওঠেও রিয়াল মাদ্রিদের কাছে লজ্জাজনকভাবে হেরে যায় তারা। লিভারপুলের এই হারের পেছনে বড় ভূমিকা রেখেছিলেন গোলরক্ষক ক্যারিয়াসও। যে কারণেই এ্যালিসন বেকারকে কেনার জন্য মরিয়া লিভারপুল। লিভারপুলের ডিফেন্স এখন যথেষ্ট শক্তিশালী। আক্রমণভাগ তো বর্তমান বিশ্ব ক্লাব ফুটবলের সেরাদের মধ্যে অন্যতম। সাদিও মানে-রবার্তো ফিরমিনো আর মোহাম্মদ সালাহর মতো স্ট্রাইকার রয়েছে দলে। গোলরক্ষকের অভাবটা ঘুচিয়ে উঠলেই নিঃসন্দেহে লীগ শিরোপার লড়াইয়ে নেমে পড়বে জার্গেন ক্লপের দল।
×