ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কাতারে প্রস্তুতি ম্যাচে ড্র করল ফুটবল দল

প্রকাশিত: ০৪:৪৪, ২০ জুলাই ২০১৮

কাতারে প্রস্তুতি ম্যাচে ড্র করল ফুটবল দল

স্পোর্টস রিপোর্টার ॥ হোক প্রস্তুতি ম্যাচ, তারপরও ভাল খেলা এবং না-হারাটা অনেক বড় ব্যাপারই। এতে মনোবল উঁচুতেই থাকে। নতুন কোচ জেমি ডের অভিষেকটা খুব একটা মন্দ হলো না। আগামী সেপ্টেম্বর থেকে ঢাকায় অনুষ্ঠিতব্য ‘সাফ চ্যাম্পিয়নশিপ’-এ অংশগ্রহণ উপলক্ষে প্রস্তুতির লক্ষ্যে গত ৭ জুলাই কন্ডিশনিং ট্রেনিং ক্যাম্প ও প্রীতি ফুটবল ম্যাচ খেলার জন্য বাংলাদেশ জাতীয় ফুটবল দল কাতারে যায়। লাল-সবুজ বাহিনী বুধবার রাতে কাতারের আল-মেসাইমেয়ার ফুটবল ক্লাবের সঙ্গে একটি প্রীতি ফুটবল ম্যাচে অবতীর্ণ হয়। দু’দলের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। বাংলাদেশ দলের কৃতিত্ব, তারা খেলায় আগে গোল হজম করেও সমতা ফেরাতে সক্ষম হয়। কাতার দলের আল হাবিব ২৬ মিনিটে প্রথম গোল করে দলকে এগিয়ে নেন। বাংলাদেশ দলের পক্ষে শাখাওয়াত হোসেন রনি ৮১ মিনিটে গোল শোধ করেন। বাফুপে সূত্রে জানা গেছেÑ বাংলাদেশ দল প্রথমার্ধে ৩টি এবং দ্বিতীয়ার্ধে ৪টি গোলের সুযোগ পায়। ম্যাচে ড্র করলেও তারা পুরো সময় খুব ভাল খেলা উপহার দেয়। আল-মেসাইমেয়ার দ্বিতীয় বিভাগের দল হলেও বাংলাদেশের জন্য তারা যথেষ্ট কঠিন প্রতিপক্ষই। দলটির সঙ্গে যুক্ত আছেন ক্রোয়েশিয়ার কোচিং স্টাফ। তারা কাতারের স্টার্স লীগে খেলার লক্ষ্য নিয়ে প্রস্তুতি নিচ্ছে। ‘সাফের বিশ্বকাপ’ খ্যাত সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল আসরে বাংলাদেশ সর্বশেষ শিরোপা জিতেছিল সেই ১৫ বছর আগে, ২০০৩ সালে। আর সর্বশেষ ফাইনাল খেলেছিল ১৩ বছর আগে, ২০০৫ সালে। আর সর্বশেষ সেমিফাইনাল খেলেছিল ৯ বছর আগে, ২০০৯ সালে। এরপর থেকে টানা তিন আসরে (২০১১, ১৩, ১৫) সেমিফাইনাল খেলা দূরে থাক, গ্রুপ পর্বের গ-িই পেরুতে পারেনি লাল-সবুজের দেশ। সেই লজ্জা-ব্যর্থতা ঘোচাতে এবার মরিয়া বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এজন্য কিছু পদক্ষেপ নিয়েছে তারা। তারই প্রস্তুতি নিতে দলকে কাতারে পাঠিয়েছে দেশীয় ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক এই সংস্থা। দুই সপ্তাহের কন্ডিশনিং ক্যাম্প করতে কাতারে গেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। সেখানে তারা কন্ডিশনিং ক্যাম্পের পাশাপাশি কাতারের ক্লাব দলের সঙ্গে দু’টি প্রস্তুতি ম্যাচও খেলবে (একটি খেলে ফেলেছে)। এরপর ২০ জুলাই ঢাকায় ফিরে ৩০ জুলাই যাবে দক্ষিণ কোরিয়া। সেখানে ১২ দিনের কন্ডিশনিং ক্যাম্প এবং দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এরপর সরাসরি ইন্দোনেশিয়ায় চলে যাবে এশিয়ান গেমস খেলার জন্য। প্রাথমিক স্কোয়াডে ছিল ৪৪ জন। সেখান থেকে দল ছোট করে ২৮ জনে নামিয়ে আনা হয়েছে। এই ২৮ জনকে নিয়েই সাফ পর্যন্ত ক্যাম্প করার উদ্দেশ্য জেমি ডের। আর সে কারণেই এশিয়ান গেমসের দলেও সিনিয়র ফুটবলারদের তালিকায় এই দল থেকেই ফুটবলার রাখা হয়েছে। কাতারে দলের সঙ্গে যোগ দিয়েছেন জেমির স্বদেশী ফিটনেস কোচ পল ডেভিস। এশিয়ান গেমসের অভিজ্ঞতা নিয়ে সাফ চ্যাম্পিয়নশিপে ভাল ফল করাই হচ্ছে দেশের বাইরে কন্ডিশনিং ক্যাম্প করার মূল লক্ষ্য। দলের তরুণ ফুটবলারদের জন্য এটা একটা ভাল সুযোগ। এশিয়ান গেমস একটা ভাল অভিজ্ঞতা হবে সাফের আগে। বাংলাদেশের ফুটবল ঝিমিয়ে পড়ে গত বছর অক্টোবরে। এশিয়া কাপের বাছাইয়ে ওঠার প্লে-অফে ভুটানের বিপক্ষে হারের পর বাফুফে আর দল গুছিয়ে উঠতে পারেনি। সব দোষ খেলোয়াড়দের ঘাড়ে চাপিয়ে জাতীয় দলের প্রায় সব ধরনের কার্যক্রম বন্ধ রাখা হয়! ওই ঘটনার প্রায় দেড় বছর পর লাওসের বিপক্ষে প্রীতি ম্যাচ ঘিরে একটি দল গঠন করা হয়। এখন আবার নতুন করে প্রাণ ফেরানোর চেষ্টা চলছে। আর্সেনালের সঙ্গে চুক্তিবদ্ধ হওয়া জেমি কখনও সিনিয়র টিমের হয়ে খেলতে পারেননি। ক্লাব ক্যারিয়ারে এফসি বোর্নমাউথ, ওয়েলিং ইউনাইটেডের মিডফিল্ডে খেলেছেন। ইংল্যান্ডের অ-১৮ দল পর্যন্ত খেলা ডে কখনও জাতীয় দলের হয়েও খেলেননি।
×