ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

হ্যাজার্ড, কুর্তোয়াকে দলে রাখতে আশাবাদী নয়া চেলসি কোচ

প্রকাশিত: ০৪:৪৩, ২০ জুলাই ২০১৮

হ্যাজার্ড, কুর্তোয়াকে দলে রাখতে আশাবাদী নয়া চেলসি কোচ

স্পোর্টস রিপোর্টার ॥ বিশ্বকাপের পর দলবদলের বাজারে বড় বড় চমক অপেক্ষা করছে। ইতোমধ্যে সবাইকে চমকে দিয়ে রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্টাসে পাড়ি জমিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এমন আরও অনেক আলোচিত দলবদল অপেক্ষা করছে। এরই ধারাবাহিকতায় শোনা যাচ্ছে, চেলসির দুই তারকা ফরোয়ার্ড ইডেন হ্যাজার্ড ও গোলরক্ষক থিবাউট কুর্তোয়া ব্লুজ শিবির ছাড়তে পারেন। এক্ষেত্রে স্প্যানিশ পরাশক্তি রিয়াল মাদ্রিদে যাওয়ার গুঞ্জন চাউর হয়েছে। কিন্তু চেলসির নতুন কোচ মাউরিজিও সাররি এক সাক্ষাতকারে দু’জনকেই দলে রাখতে আশার কথা শুনিয়েছেন। কিছু দিন ধরেই গুঞ্জন চলছে, রিয়াল মাদ্রিদে যোগ দিতে পারেন বেলজিয়াম অধিনায়ক হ্যাজার্ড। এবারের বিশ্বকাপে যিনি আলো ছড়িয়েছেন। বেলজিয়ামের তৃতীয় হওয়ার পেছনে সবচেয়ে বড় অবদান রেখেছেন। জিতেছেন দ্বিতীয় সেরা খেলোয়াড়ের পুরস্কার সিলভার বল। এ কারণে তাকে পেতে মুখিয়ে আছেন অনেক বড় ক্লাব। এক্ষেত্রে রিয়ালের নাম উচ্চারিত হচ্ছে বেশি। কেননা টানা তিনটি চ্যাম্পিয়ন্স লীগ জয়ী দল থেকে ইতোমধ্যে জুভেন্টাসে চলে গেছেন রোনাল্ডো। আর পর্তুগাল অধিনায়কের বিকল্প হিসেবে হ্যাজার্ডের দিকেই বেশি নজর রিয়ালের। গ্যালাক্টিকোরা নাকি যে কোন মূল্যে ২৭ বছর বয়সী এই ফরোয়ার্ডকে দলে নিতে মরিয়া। এর মধ্যে স্বয়ং হ্যাজার্ডের কথাতেই দলবদলের গন্ধ পাওয়া গেছে। ২০১২ সালে ফরাসী ক্লাব লিলে থেকে চেলসিতে আসা এই তারকা চলতি মাসের শুরুতে জানান, মাদ্রিদের ক্লাবটির হয়ে খেলা ‘সবার স্বপ্ন’। তবে গুঞ্জনে কান দিতে রাজি নন তিন বছরের জন্য চেলসির দায়িত্ব নেয়া সাররি। সাক্ষাতকারে নয়া ব্লুজ কোচ বলেন, হ্যাজার্ড অত্যন্ত উঁচুমানের একজন খেলোয়াড়। আমি মনে করি ইউরোপের সেরা দুই বা তিনজন খেলোয়াড়ের মধ্যে সে একজন। আমি আশা করি যে আমি তার উন্নতি ঘটাতে পারব। সে এরই মধ্যে খুব উঁচুমানে পৌঁছে গেছে। তাই এটা খুব কঠিন। হ্যাজার্ডের উন্নতি প্রসঙ্গে বেলজিয়াম জাতীয় দলে তার সতীর্থ ড্রিস মের্টেন্সের নাম উল্লেখ করেন সাররি। নেপোলিতে সাররির অধীনে গত তিন বছরে দলটির ধারাবাহিক গোলদাতায় পরিণত হন মের্টেন্স। এ প্রসঙ্গে চেলসি কোচ বলেন, আমরা খুব উঁঁচুমানের দুইজন খেলোয়াড় নিয়ে কথা বলছি। ড্রিস নিচু পর্যায় থেকে শুরু করেছিল। আমি আশা করি আজারেরও উন্নতি ঘটাব। কিন্তু এটা কঠিন। স্বদেশী ইতালিয়ান কোচ অ্যান্টোনিও কন্টের উত্তরসূরি হিসেবে শুরুটা সহজ হচ্ছে না সাররির। ক্লাবের প্রথম সারির কয়েকজনের দল ছাড়ার গুঞ্জন আছে। তবে সাররি সবাইকে নিয়েই দল গড়তে চান। বলেন, আমি তাদেরকে আমার দলে রাখতে চাই। তাদেরকে নিজের চোখে না দেখে একটা টেলিফোন কল আমাকে কোন নিশ্চয়তা দেয় না। আমি এইসব খেলোয়াড়ের সঙ্গে সামনা সামনি দেখা করতে চাই এবং তাদের সঙ্গে কথা বলতে চাই। সবার জন্য কোনটা সবচেয়ে ভাল হবে আমি বুঝতে চাই। তার আগে আমি আরও চাই যে একজন খেলোয়াড় আমার সঙ্গে চার বা পাঁচদিন ধরে মাঠে আসুক। চেলসি বস আশা করেন বিশ্বকাপের সেরা গোলরক্ষক হওয়া কুর্তোয়াকেও ধরে রাখতে পারবে ক্লাব। এছাড়া ট্রান্সফার উইন্ডোতে একজন নতুন সেন্ট্রাল মিডফিল্ডারের সঙ্গে চুক্তি করতে চান চেলসির নতুন বস। পাশাপাশি গ্যারি কাহিলকেও দলে রাখার ব্যাপারে আশাবাদী তিনি। গত শনিবার ৫৯ বছর বয়সী সারি কন্টের স্থানে তিন বছরের চুক্তিতে চেলসিতে যোগ দিয়েছেন। প্রিমিয়ার লীগে যোগ দিয়েই ইতালিয়ান সিরি এ লীগ থেকে কয়েকজন খেলোয়াড়কে চেলসিতে আনার ইঙ্গিত দিয়েছেন। ইতোধ্যেই ব্লুজরা সারির পুরনো ক্লাব নেপোলি থেকে জরগিনহোকে দলে ভিড়িয়েছে। দল সাজানো প্রসঙ্গে তিনি বলেন, আমি কারো নাম বলছি না। আমি জানি না এখানে কে আসতে পারে। তবে এ ব্যাপারে আমি চেলসির সঙ্গে কথা বলেছি। আমার মনে হয়েছে এই জায়গায় (সেন্টার হাফ) একটু সমস্যা আছে। এছাড়া ক্লাবের অবস্থা বেশ ভাল। কোন ধরনের স্টাইলে দল খেলবে সেটা আমি সিদ্ধান্ত নিব। আমি এখানে ২০ জন খেলোয়াড়কে পরিবর্তন করতে আসিনি। আমাকে অবশ্যই খেলোয়াড়দের সঙ্গে মানিয়ে চলতে হবে। তারপর দেখতে হবে কোথায় পরিবর্তন জরুরী। প্রিমিয়ার লীগে আসতে পেরে আমি আনন্দিত।
×