ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সেলাই মেশিন বিতরণ

প্রকাশিত: ০৪:৩৭, ২০ জুলাই ২০১৮

সেলাই মেশিন বিতরণ

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ১৯ জুলাই ॥ নওগাঁয় দুস্থ পরিবারের মধ্যে সেলাই মেশিন, টাকা এবং প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। নওগাঁ সদর উপজেলার বিভিন্ন গ্রামে এসব দুস্থ পরিবার ও প্রতিবন্ধীদের মাঝে এসব বিতরণ করেন জেলা আওয়ামী লীগের সভাপতি সদর আসনের এমপি আব্দুল মালেক। সদর উপজেলা নির্বাহী অফিসার জানান, আব্দুল মালেক এমপির বিশেষ বরাদ্দ থেকে সেলাই মেশিন ও হুইল চেয়ার এবং ধর্ম মন্ত্রণালয়ের বরাদ্দ থেকে দুস্থ পরিবারের মধ্যে নগদ অর্থের চেক বিতরণ করা হয়েছে। সদর উপজেলা নির্বাহী অফিসার মুশতানজিদা পারভীনের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে সদর উপজেলা চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক, শাকিল আহম্মেদ বাদল, শাহনাজ বেগম প্রমুখ উপস্থিত ছিলেন। বিয়ের আসর থেকে পলাতক বর নিজস্ব সংবাদদাতা, কচুয়া, চাঁদপুর, ১৯ জুন ॥ কচুয়ায় দশম শ্রেণীর ছাত্রীর বাল্যবিয়ে বন্ধ করেছে পুলিশ প্রশাসন। পুলিশের উপস্থিতি টের পেয়ে বরের আসন থেকে পালিয়েছে বরসহ তার পরিবারের লোকজন। জানা গেছে, বুধবার রাতে উপজেলার কাদিলা ইউনিয়নের নয়াকান্দি গ্রামের প্রানকৃষ্ণ সরকারের মেয়ে পালাখাল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রীর সঙ্গে পার্শ্ববর্তী কুমিল্লার চান্দিনা উপজেলার এক যুবকের বাল্যবিয়ের আয়োজন করে মেয়ের পরিবার । খবর পেয়ে কচুয়া থানা পুলিশ বাল্যবিয়ের আয়োজন বন্ধ করে দেয়। এ সময় বর পক্ষের ৩টি মাইক্রোবাস আটক করা হয়।
×