ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

জিহাদী বইসহ তিন জেএমবি জঙ্গী গ্রেফতার

প্রকাশিত: ০৪:৩৫, ২০ জুলাই ২০১৮

জিহাদী বইসহ তিন জেএমবি জঙ্গী গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা, নাটোর, ১৯ জুলাই ॥ সদর উপজেলা থেকে জিহাদী বইসহ নিষিদ্ধ জঙ্গী সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ ( জেএমবি) এর তিনজন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-৫। বুধবার রাত দেড়টার দিকে সদর উপজেলার রইয়ের ভাগ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। পরে বৃহস্পতিবার সকাল ৯টার দিকে র‌্যাব-৫, সিপিসি-২’র নিজস্ব কার্যালয়ে গ্রেফতারকৃতদের সাংবাদিকদের সামনে হাজির করা হয়। গ্রেফতারকৃত জেএমবি সদস্যরা হলো, নাটোরের গুরুদাসপুর উপজেলার মহারাজপুর এলাকার সাইফুল ইসলামের ছেলে জাহিদুল ইসলাম, বড়াইগ্রামের গোনাইহাটি গ্রামের আমির হোসেনের ছেলে আমজাদ হোসেন, লালপুরের চৌষডাঙ্গা গ্রামের মৃত গাজিউর রহমানের ছেলে জহির উদ্দিন। র‌্যাব-৫, সিপিসি-২, নাটোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর শিবলী মোস্তফা জানান, গত ১৪ মে রাজশাহী জেলার গোদাগাড়ী থানার রামনগর এবং চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানার পশ্চিম কোদালকাটি মধ্যচর এলাকায় অভিযান পরিচালনা করে জিহাদী বই, লিফলেট এবং জিহাদী ডায়েরিসহ নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন জেএমবির ৪ সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের আরও সহযোগী রাজশাহী, চাঁপাই, নাটোর ও নওগাঁসহ বিভিন্ন অঞ্চলে কাজ করছে বলে জানায় তারা। জিজ্ঞাসাবাদে এমন তথ্য পাওয়ার পরে নজরদারিতে নামে র‌্যাব। ক্রমাগত নজরদারির ধারাবাহিকতায় র‌্যাব আরও জানতে পারে যে, নিষিদ্ধ ঘোষিত জেএমবি সংগঠনের কিছু সক্রিয় সদস্য প্রায়শই চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও নাটোর জেলার বিভিন্ন এলাকায় গোপন স্থানে জমায়েত হয় এবং নাশকতামূলক কর্মকা- চালানোর পরিকল্পনা করছে। এরই মধ্যে নাটোর সদর উপজেলার রুইয়ের ভাগ এলাকায় জেএমবি সদস্যদের গোপন মিটিং হবে এমন সংবাদে ভিত্তিতে বুধবার রাতে অভিযান চালায় র‌্যাব।
×