ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বরিশালে মেয়েরা এগিয়ে

প্রকাশিত: ০৪:৩৩, ২০ জুলাই ২০১৮

বরিশালে মেয়েরা এগিয়ে

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ এবারের এইচএসসি পরীক্ষায় বরিশাল শিক্ষা বোর্ডে পাসের হার ৭০ দশমিক ৫৫, যা গত বছর ছিল ৭০ দশমিক ২৮ শতাংশ। ফলে পাসের হার বেড়েছে দশমিক ২৭ শতাংশ। গড় পাসের হার এবং জিপিএ-৫ এর বেলায় এবারও ছেলেদের চেয়ে মেয়েরা এগিয়ে আছে। ছাত্রীদের পাসের হার ৭৬ দশমিক ০০ ও ছাত্রদের পাসের হার ৬৫ দশমিক ৩৫। গতবছরের চেয়ে এ বছর ছাত্রীদের পাসের হার বেড়েছে ২ দশমিক ৬৫, সেখানে ছেলেদের পাসের হার কমেছে ১ দশমিক ৯৯ ভাগ। এছাড়া গতবছরের মতো এ বছরও মেয়েরা ছেলেদের চেয়ে জিপিএ-৫ বেশি পেয়েছে। মেয়েরা ৩৭০টি ও ছেলেরা ৩০০টি জিপিএ-৫ পেয়েছে। ফলে ছেলেদের চেয়ে মেয়েদের জিপিএ-৫ এর সংখ্যা ৭০টি বেশি। তবে মোট জিপিএ-৫ এর ক্ষেত্রে গতবছরের চেয়ে এ বছর ১৪৫টি কমেছে। গতবছর জিপিএ-৫ এর সংখ্যা ছিল ৮১৫ আর এ বছর ৬৭০টি। এছাড়াও বিষয়ভিত্তিতে পাসের হারে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষায় এগিয়ে মেয়েরা। ২০১৬ ও ২০১৭ সালের ফলেও মেয়েরা জিপিএ-৫ ও পাসের হারে বরিশাল বোর্ডে এগিয়ে ছিল। বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের কার্যালয়ে বৃহস্পতিবার দুপুরে ফল ঘোষণা করেন পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মোঃ আনোয়ারুল আজিম।
×