ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

কুমিল্লা বোর্ডে বেড়েছে পাসের হার ও জিপিএ-৫

প্রকাশিত: ০৪:৩২, ২০ জুলাই ২০১৮

কুমিল্লা বোর্ডে বেড়েছে পাসের হার ও জিপিএ-৫

মীর শাহ আলম, কুমিল্লা ॥ কুমিল্লা শিক্ষাবোর্ডে এবার উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় বেড়েছে পাসের হার ও জিপিএ-৫। বৃহস্পতিবার ঘোষিত ফলে এ বোর্ডের সম্মিলিত পাসের হার ৬৫.৪২ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ৯৪৪ জন। গত বছর এ বোর্ডে পাসের হার ছিল ৪৯.৫২ ও জিপিএ-৫ পেয়েছিল ৬৭৮ জন। এবার বোর্ডের আওতাধীন ৬ জেলার ৩৮১ শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ১৪টি প্রতিষ্ঠানে শতভাগ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে এবং ২টি শিক্ষা প্রতিষ্ঠানের কোন শিক্ষার্থী পাস করেনি। এছাড়া জেলাওয়ারী ফলাফল বিশ্লেষণে এ বোর্ডের অধীন জেলাগুলোর মধ্যে ৭৩.৫৮ শতাংশ পরীক্ষার্থী উত্তীর্ণ হয়ে কুমিল্লা শীর্ষ অবস্থানে রয়েছে। জানা যায়, কুমিল্লা শিক্ষাবোর্ডের অধীন কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, লক্ষ্মীপুর ও ফেনীসহ ৬টি জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এইচএসসি পরীক্ষায় ১ লাখ ৩ হাজার ৬৬৬ পরীক্ষার্থী অংশগ্রহণ করে পাস করেছে ৬৭ হাজার ৮২০ জন। এর মধ্যে বিজ্ঞান বিভাগে পাসের হার ৮৩.০৫, ব্যবসায় শিক্ষায় ৬৫.১৩ ও মানবিকে পাসের হার ৫৬.৬১ শতাংশ। এ বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ৯৪৪ জন। এদের মধ্যে বিজ্ঞান বিভাগে ৭৯৯ জন, ব্যবসায় শিক্ষায় ৯২ জন ও মানবিকে ৫৩ জন। শতভাগ উত্তীর্ণ প্রতিষ্ঠান ঘোষিত ফলাফলে বোর্ডের অধীন ৩৮১ শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে ১৪টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শতভাগ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। শতভাগ উত্তীর্ণ শিক্ষা প্রতিষ্ঠানগুলো হচ্ছেÑ কুমিল্লার ইস্পাহানী পাবলিক স্কুল এ্যান্ড কলেজ, জেলার বুড়িচংয়ের সোনার বাংলা কলেজ, দাউদকান্দির জুরানপুর আদর্শ কলেজ, ড. খন্দকার মোশাররফ হোসেন কলেজ, ব্রাহ্মণপাড়ার শশীদল আলহাজ মোঃ আবু তাহের কলেজ, নোয়াখালীর চাটখিলের আবদুল ওহাব কলেজ, চাঁদপুরের কচুয়া উপজেলার ডাঃ মনসুরুদ্দিন মহিলা কলেজ, কুমিল্লার বরুড়া উপজেলার ছোট তুলাগাঁও মহিলা কলেজ, দাউদকান্দির বেগম রাবেয়া গার্লস কলেজ, ফেনী গার্লস ক্যাডেট কলেজ, কুমিল্লা ক্যাডেট কলেজ, চাঁদপুরের হাইমচরের মোয়াজ্জেম হোসেন কলেজ, কুমিল্লার দেবিদ্বারের গঙ্গাম-ল মডেল কলেজ ও চৌদ্দগ্রামের বগৈর গার্লস হাই স্কুল এ্যান্ড কলেজ। দুই কলেজের কেউ পাস করেনি এ বোর্ডের অধীন ২টি কলেজ থেকে পরীক্ষার্থীদের কেউ পাস করেনি। এ দুটি কলেজ হচ্ছেÑ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কৃষ্ণনগর আবদুল জব্বার স্কুল এ্যান্ড কলেজ এবং লক্ষ্মীপুর জেলার কমলনগর কলেজ। জেলাওয়ারী পাসের হার এ বোর্ডের অধীন ৬ জেলার মধ্যে নোয়াখালীর ৪৫ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ১৮ হাজার ৫৭৮ জন পরীক্ষায় অংশগ্রহণ করে পাস করেছে ১১ হাজার ২২২ জন। এ জেলায় পাসের হার ৬০.৪০ শতাংশ। ফেনীর ৪০ কলেজ থেকে ১০ হাজার ৬২৭ জন পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ৫ হাজার ৪০১ জন, এ জেলায় পাসের হার ৫০.৮২ শতাংশ। লক্ষ্মীপুরের ৩২ কলেজ থেকে পরীক্ষায় অংশ নিয়েছে ৯ হাজার ২১৪ জন। এদের মধ্যে পাস করেছে ৫ হাজার ৪৮১ জন। এ জেলায় পাসের হার ৫৯.৪৯ শতাংশ। চাঁদপুরের ৬২ কলেজ থেকে ১৪ হাজার ৮৭৫ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ১০ হাজার ৩৮৩ জন এবং এ জেলায় পাসের হার ৬৯.৮০ শতাংশ। কুমিল্লার ১৪৯টি কলেজ থেকে ৩৫ হাজার ৬৮৮ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ২৬ হাজার ২৫৯ জন। এ জেলায় পাসের হার ৭৩.৫৮ শতাংশ। ব্রাহ্মণবাড়িয়া জেলার ৫৩টি কলেজ থেকে ১৪ হাজার ৬৮৪ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ৯ হাজার ৭৪ জন এবং এ জেলায় পাসের হার ৬১.৮০ শতাংশ। কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. মোঃ আসাদুজ্জামান জানান, শিক্ষাপ্রতিষ্ঠান মনিটরিংসহ বিভিন্ন পদক্ষেপের কারণে এবং শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের প্রচেষ্টায় গত বছরের তুলনায় এ বছর ফলাফল ভাল হয়েছে। আগামীতে আরও ভাল ফলাফল করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।
×