ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

দিনাজপুরে ইংরেজীতে অকৃতকার্য সাড়ে ৩৯ হাজার শিক্ষার্থী

প্রকাশিত: ০৪:৩২, ২০ জুলাই ২০১৮

দিনাজপুরে ইংরেজীতে অকৃতকার্য সাড়ে ৩৯ হাজার শিক্ষার্থী

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ দিনাজপুর শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষার ফল বিপর্যয় হয়েছে। এবার কমেছে জিপিএ-৫। ইংরেজী বিষয়ে অকৃতকার্য পরীক্ষার্থীর সংখ্যা ৩৯ হাজার ৫শ । পাসের হার ৬০ দশমিক ২১। ছাত্রদের তুলনায় ছাত্রীদের পাসের হার বেশি। বৃহস্পতিবার দুপুর ১টায় দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ তোফাজ্জুর রহমান ২০১৮ সালে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষার ফল ঘোষণা করেন। এবার পাসের হার ৬০ দশমিক ২১। ১ লাখ ২১ হাজার ৩শ’ ৩৪জন পরীক্ষার্থীর মধ্যে ১ লাখ ১৯ হাজার ৫শ’ ৭ জন পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে ৭১ হাজার ৯শ’ ৫১ জন। এর মধ্যে ৩৪ হাজার ৮শ’ ৮৪ জন ছাত্র ও ৩৭ হাজার ৬৭ জন ছাত্রী। ছাত্রদের তুলনায় ছাত্রীদের পাসের হার বেশি। ৬৪ দশমিক ৫১ ভাগ ছাত্রী পাস করলেও ছাত্র পাস করেছে ৫৬ দশমিক ২২ ভাগ। ২০১৭ সালের তুলনায় এবার জিপিএ ৫ প্রাপ্ত ছাত্র-ছাত্রীর সংখ্যা কমেছে। জিপিএ ৫ পেয়েছে ২ হাজার ২শ’ ৯৭ জন। এর মধ্যে ১ হাজার ৩শ’ ৪৪ জন ছাত্র ও ৯শ’ ৫৩ জন ছাত্রী। ২০১৭ সালে জিপিএ-৫ পেয়েছিল ২ হাজার ৯শ’ ৮৭ জন। ২৮ হাজার ৮৮২ জন শিক্ষার্থী ১টি করে বিষয়ে অকৃতকার্য হয়েছে। বিজ্ঞান ও গার্হস্থ্য অর্থনীতি বিভাগে ২৬ হাজার ৯শ’ ৪৮ জনের মধ্যে উত্তীর্ণ হয়েছে ১৮ হাজার ৮শ’ ৮৯ জন। পাসের হার ৭০ দশমিক ৯ ভাগ। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১০ হাজার ৯শ’ ১১ জন ছাত্র ও ৭ হাজার ৯শ’ ৭৮ জন ছাত্রী। মানবিক, ইসলামিক স্টাডিজ ও সংগীত বিভাগে ৭৬ হাজার ৩৭ জনের মধ্যে উত্তীর্ণ হয়েছে ৪৩ হাজার ২শ’ ৫৬ জন পরীক্ষার্থী। পাসের হার ৫৬ দশমিক ৮৯। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১৭ হাজার ৭শ’ ৭৮ জন ছাত্র ও ২৫ হাজার ৪শ’ ৭৮ জন ছাত্রী। বিজনেস স্টাডিজ বিভাগে ১৬ হাজার ৫শ’ ২২ জনের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৯ হাজার ৮শ’ ৬ জন পরীক্ষার্থী। পাসের হার ৫৯ দশমিক ৩৫। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৬ হাজার ১শ’ ৯৫ জন ছাত্র ও ৩ হাজার ৬শ’ ১১ জন ছাত্রী। পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ তোফাজ্জুর রহমান জানান, কেবল ইংরেজী বিষয়ে অকৃতকার্য হয়েছে ৩৯ হাজার ৫শ’ জন। আর বাকি বিষয়ে অকৃতকার্য পরীক্ষার্থীর সংখ্যা ৮ হাজার।
×