ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চলে গেলেন রীতা ভাদুড়ি

প্রকাশিত: ০৭:১২, ১৯ জুলাই ২০১৮

চলে গেলেন রীতা ভাদুড়ি

সংস্কৃতি ডেস্ক ॥ চলে গেলেন বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী রীতা ভাদুড়ি। মঙ্গলবার সকালে মুম্বাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। দীর্ঘদিন ধরে তিনি কিডনিজনিত রোগে ভুগছিলেন। তার বয়স ছিল ৬২ বছর। জানা গেছে ১০ দিন আগে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। দীর্ঘদিন ধরে কিডনির সমস্যায় ভুগছিলেন রীতা দেবী। এদিনই পারসি ওয়াডা রোডের শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়। টালিউডের অভিনেতা-অভিনেত্রীরা বলেছেন, একজন অসাধারণ মানুষকে হারালাম। এই ইন্ডাস্ট্রির অনেকের কাছেই একজন মা ছিলেন রীতা দেবী। ১৯৬৮ সালে রীতা সিনেমায় প্রথম অভিনয় করেন। প্রায় ৭০টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন তিনি। পাশাপাশি টিভি সিরিয়ালে কাজ করেও পেয়েছেন খ্যাতি। তার অভিনীত চলচ্চিত্র তালিকায় রয়েছে, ‘রাজা’, ‘হিরো নাম্বার ওয়ান’, ‘কাভি হ্যাঁ কাভি না’, ‘তেরি তালাশ মে’ ইত্যাদি। টেলিভিশনের সঙ্গেও যুক্ত ছিলেন দীর্ঘদিন। ৩০টিরও বেশি ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। সম্প্রতি ‘নিমকি মুখিয়া’ বলে একটি ধারাবাহিকে অভিনয় করেছিলেন।
×