ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিএফডিসিতে অপ্রীতিকর ঘটনা

প্রকাশিত: ০৭:১২, ১৯ জুলাই ২০১৮

বিএফডিসিতে অপ্রীতিকর ঘটনা

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে (বিএফডিসি) চলচ্চিত্র সংশ্লিষ্টদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে মঙ্গলবার রাতে। জানা যায়, বাংলাদেশ চলচ্চিত্র উৎপাদন ব্যবস্থাপক সমিতি ও চলচ্চিত্র সহকারী পরিচালক সমিতির মধ্যে এ সংঘর্ষ ঘটে। এ ঘটনায় জিয়াউল হক মনির নামের একজন আহত হয়েছেন। রাত ৮টার সময় বিএফডিসির কড়ইতলায় শাপলা মিডিয়া প্রযোজিত ‘বয়ফ্রেন্ড’ চলচ্চিত্রের শূটিং স্পটে এ ঘটনা ঘটে। ঘটনায় আহত মনিরকে প্রথমে ইনসাফ মেডিক্যাল এবং পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। জানা গেছে, জিয়াউল হক মনির সহকারী পরিচালক সমিতির সদস্য না হয়েও ‘বয়ফ্রেন্ড’ চলচ্চিত্রের প্রধান সহকারী পরিচালক হিসেবে কাজ করছিলেন। এ কারণে সহকারী পরিচালক সমিতির সাধারণ সম্পাদক সর্দার মামুন ও এ সংগঠনের সহ-সভাপতি কাজী মুনির দলবল নিয়ে তার ওপর হামলা চালালে তিনি আহত হন। খবর পেয়ে পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার ও প্রচার সম্পাদক বজলুর রশিদ চৌধুরী ঘটনাস্থালে পৌঁছে উভয়পক্ষকে শান্ত করেন। খোঁজ নিয়ে জানা যায়, আহত মনির সহকারী পরিচালক সমিতির (সিডাব) সদস্যপদ পাওয়ার জন্য আবেদন করছিলেন। একাধিকবার চিঠিও দিয়েছিলেন। কিন্তু সিডাব থেকে কোন সাড়া না পাওয়ায় তিনি শূটিং করছিলেন।
×