ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ঈদে চ্যানেল আইতে ৮ নাটক

প্রকাশিত: ০৭:১০, ১৯ জুলাই ২০১৮

ঈদে চ্যানেল আইতে ৮ নাটক

স্টাফ রিপোর্টার ॥ এই ঈদে চ্যানেল আই অতীতের সব রেকর্ড ভেঙ্গে তার অগণিত দর্শকের জন্য ঘোষণা দিতে যাচ্ছে বাংলাদেশের সবচেয়ে আকর্ষণীয় ও দর্শকের কাছে প্রত্যাশিত নির্মাতাদের নির্মাণে নাটক ও টেলিফিল্মের। এবার চ্যানেল আইয়ে ঈদ-উল আজহার অনুষ্ঠানমালায় যোগ হচ্ছে মোস্তফা সরয়ার ফারুকীর ২টি নাটকসহ ‘ভাই ব্রাদার এক্সপ্রেস’র ৬টি নাটক। মোস্তফা সরয়ার ফারুকী দীর্ঘদিন পর টেলিভিশনের দর্শকদের জন্য নাটক নির্মাণে ফিরে এসেছেন। চ্যানেল আইয়ে ঈদ-উল আজহার অনুষ্ঠানমালায় দেখা যাবে এ গুণী নির্মাতার নাটক। আনিসুল হকের ‘আয়েশা মঙ্গল’ উপন্যাস অবলম্বনে মোস্তফা সরয়ার ফারুকী নির্মাণ করছেন ‘আয়েশা’, রেদওয়ান রনির পরিচালনায় ‘পাতা ঝরার দিন’, আশফাক নিপুনের পরিচালনায় ‘সোনালী ডানার চিল’, মাহমুদুল ইসলামের পরিচালনায় ‘দ্য আর্টিস্ট’, আব্দুল্লাহ আল মুক্তাদির ও ফাহাদ খানের পরিচালনায় ‘পাতলা খান লেনে বাঘ আসিয়াছিল’, নাজমুল নবীন ও মাহমুদুল হাসান আদনানের পরিচালনায় ‘আজকে না হয় ভালবাসো’ এবং মোমিন বিশ্বাস ও লোটাস মজুমদারের পরিচালনায় ‘লিটনের নিরীহ ফ্ল্যাট’। এ আয়োজনের বিস্তারিত জানাতে বুধবার দুপুরে চ্যানেল আই ভবনে এক অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, ইউনিলিভার বাংলাদেশের ডিরেক্টর (বিউটি এবং পারসোনাল কেয়ার) নাফিস আনওয়ার, মোস্তফা সরয়ার ফারুকীসহ নাটকগুলোর নির্মাতা, অভিনয়শিল্পী ও কলাকুশলীরা। ব্যতিক্রমী এমন উদ্যোগ সম্পর্কে ফরিদুর রেজা সাগর বলেন, আমরা বলব ঘরের ছেলে ঘরে ফিরে এসেছে। কিন্তু এখন মোস্তফা সরয়ার ফারুকী শুধু ঘরের নয়, সে সারা বাংলাদেশের। টেলিভিশনে যার শুরু হয়েছিল চ্যানেল আইয়ের জন্য নাটক ‘চড়ইবাতি’ নির্মাণের মধ্য দিয়ে এবং বড় পর্দায়ও আবির্ভাব হয়েছিল ইমপ্রেস টেলিফিল্মের ছবি ‘ব্যাচেলর’র মাধ্যমে। সব ক্ষেত্রেই সে আজ সফল। নাটক ও টেলিফিল্মগুলো সম্পর্কে মোস্তফা সরয়ার ফারুকী বলেন, দীর্ঘ আট বছর পর আমি টেলিভিশনের জন্য নাটক নির্মাণে ফিরে এসেছি। আমরা সবসময়েই চাই ব্যতিক্রমী কিছু করব। এবার ঈদে ভাই ব্রাদার এক্সপ্রেস চ্যানেল আইয়ের দর্শকদের জন্য যে উদ্যোগ নিয়েছে তা সবার ভাললাগবে বলে আমাদের বিশ্বাস। এ নাটকগুলোতে অভিনয় করছেন চঞ্চল চৌধুরী, তিশা, ঈশিতা, সৈয়দ হাসান ইমাম, ইরেশ জাকের, সেওতি, সামিয়া অথৈসহ অনেকে। বরাবরের মতো চ্যানের আইয়ের ঈদ অনুষ্ঠানমালার সব অনুষ্ঠান স্পন্সর করবে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের বিভিন্ন ব্র্যান্ড। ঈদ-উল আজহার অনুষ্ঠান নির্মাতারা হলেন রেজানুর রহমান, সালাহউদ্দিন লাভলু, ফেরদৌস হাসান এবং আবুল হায়াত। টেলিফিল্ম মুশফিকুর রহমান গুলজার, আরিফ রহমান, আরিফ খান, আবু হায়াত মাহমুদ, সাজ্জাদ সুমন, তানিয়া আহমেদ, মাবরুর রশীদ বান্নাহ, রাজিবুল ইসলাম রাজিব এবং মাহমুদ দিদার। টেলিমুভি সাইদুর রহমান রাসেল।
×