ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ওয়ানডে ছাড়ছেন ধোনি!

প্রকাশিত: ০৬:৪২, ১৯ জুলাই ২০১৮

ওয়ানডে ছাড়ছেন ধোনি!

স্পোর্টস রিপোর্টার ॥ বিশ্বকাপের ঠিক আগে, ২০১৪ সালের ২৬ ডিসেম্বর হঠাৎই টেস্ট থেকে অবসর নিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। এরপর পর্যায়ক্রমে ওয়ানডে-টি২০’র নেতৃত্ব ছেড়ে সংক্ষিপ্ত ফরমেটে খেলছিলেন কেবল উইকেরটক্ষক-ব্যাটসম্যান হিসেবে। সেখানেও সময়টা ভাল যাচ্ছে না। ইংল্যান্ড সফরে ২-১এ ওয়ানডে সিরিজ হেরেছে ভারত। ব্যাট হাতে ধোনিও ছিলেন ব্যর্থ, বাজে রকমের মন্থর। গুঞ্জন চলছে সমালোচনার মুখে এবার ওয়ানডে থেকেও অবসর নিতে যাচ্ছেন ভারতের দু’দুটি বিশ্বকাপজয়ী অধিনায়ক। ইংল্যান্ডের বিপক্ষে সদ্য শেষ হওয়া ওয়ানডে সিরিজে খুঁজে পাওয়া যায়নি ধোনিকে। তবে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বিশ্বের দ্বিতীয় এবং ভারতের প্রথম উইকেটরক্ষক ব্যাটসম্যান হিসেবে ১০,০০০ রানের গ-ি টপকেছিলেন ধোনি। কিন্তু ওই ম্যাচে ৫৯ বলে ধোনি করেছিলেন ৩৭ রান, ভারত হারে ৮৬ রানের বড় ব্যবধানে। ধীরগতির ব্যাটিংয়ের জন্য মাঠে নেমে দর্শকদের দুয়োও শুনতে হয় ধোনিকে। সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতেও এর ব্যতিক্রম ঘটেনি। দলের বিপর্যয়ের মাঝেও ৬৬ বলে ধোনি খেলেছেন ৪২ রানের ইনিংস। আগের মারকুটে ধোনিকে পেলে হয়তো ভারতের সংগ্রহটা আরও বড় হতে পারতো, সুযোগ থাকতো সিরিজ জয়েরও। নিজেকে চেনা ছন্দে পাচ্ছিলেন না বলেই অনেকটা হুট করে সাদা পোশাককে বিদায় বলেছিলেন ধোনি। যদিও এক সাক্ষাতকারে ধোনি জানিয়েছিলেন, ২০১৯ বিশ্বকাপ খেলেই তবে অবসরে যাবেন তিনি। তবে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে আম্পায়ারের কাছ থেকে ওইভাবে বল চেয়ে নেয়ার ঘটনায় সমর্থকদের মনে প্রশ্ন উঁকি দিচ্ছে, তবে কী ওয়ানডেতে শেষ ম্যাচটা খেলে ফেললেন ৩৭ বছর বয়সী ধোনি!
×