ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

টানা তিন জয়ে সিরিজ পাকিস্তানের

প্রকাশিত: ০৬:৪২, ১৯ জুলাই ২০১৮

টানা তিন জয়ে সিরিজ পাকিস্তানের

স্পোর্টস রিপোর্টার ॥ টানা তিন জয়ের পথে জিম্বাবুইয়েকে উড়িয়ে দিয়ে দুই ম্যাচ হাতে রেখেই ওয়ানডে সিরিজ জিতে নিয়েছে পাকিস্তান। এবার সফরকারীদের জয় ৯ উইকেটে। বুলাওয়েতে ফাহিমের ক্যারিয়ার সেরা বোলিংয়ে ৬৭ রানে গুটিয়ে যায় জিম্বাবুইয়ে। ওয়ানডেতে পাকিস্তানের বিপক্ষে এটি দ্বিতীয় সর্বনিম্ন স্কোর। ১৯৮৬ সালে শারজায় নিউজিল্যান্ড করেছিল সর্বনিম্ন ৬৪। ৯.৫ ওভারে অর্থাৎ ২৪১ বল বাকি থাকতে ছোট লক্ষ্যে পৌঁছে যায় পাকিস্তান। ওয়ানডেতে বল অব্যবহৃত থাকার দিক থেকে এটাই তাদের সবচেয়ে বড় জয়। আগেরটি ছিল ২০৬ বল বাকি রেখে, ১৯৯০এ, নিউজিল্যান্ডের বিপক্ষে। টস জিতে ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারে অভিষিক্ত প্রিন্স মাসভাউরেকে হারায় জিম্বাবুইয়ে। প্রায় এক বছর পর ওয়ানডে খেলতে নেমে পরপর দুই ওভারে হ্যামিল্টন মাসাকাদজা ও তারিসাই মুসাকান্দাকে বিদায় করেন জুনায়েদ খান। সেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি জিম্বাবুইয়ে। নতুন বলের দুই বোলার আক্রমণ থেকে সরলেও স্বস্তি ফেরেনি জিম্বাবুইয়ে দলে। ছোট ক্যারিয়ারে এর আগে কখনও দুটির বেশি উইকেট না পাওয়া ফাহিম ভেঙ্গে দেন স্বাগতিকদের মিডল অর্ডার। টানা তিন ওভারে পিটার মুর, চামু চিবাবা ও এল্টন চিগুম্বুরাকে বিদায় করেন ফাহিম। প্রায় দুই বছর পর ওয়ানডে খেলতে নামা ইয়াসির শাহ বোল্ড করেন তেন্দাই চিশোরোকে। নিজের একমাত্র ওভারে উইকেটের দেখা পান আরেক লেগ স্পিনার শাদাব খানও। রিচার্ড এনগারাভাকে বোল্ড করে প্রথমবারের মতো পাঁচ উইকেট নেন ফাহিম। তরুণ বোলিং অলরাউন্ডার ২২ রানে ৫ উইকেট নিয়ে জেতেন ম্যাচ সেরার পুরস্কার। বাঁহাতি পেসার জুনায়েদ ২ উইকেট নেন ৭ রানে। ছোট লক্ষ্য তাড়ায় প্রথম বলেই ইমাম-উল-হকের উইকেট হারায় পাকিস্তান। এরপর আর কোন ক্ষতি ছাড়াই দলকে জয়ের বন্দরে নিয়ে যান ফখর জামান ও বাবর আযম। আগের ম্যাচে সেঞ্চুরি করা ফখর ২৪ বলে ৮টি চারে করেন ৪৩। বাবর তিন চারে ১৯। চতুর্থ ওয়ানডে শুক্রবার।
×