ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

তিন ম্যাচের ওয়ানডে সিরিজ জিতল ইংল্যান্ড

জো রুটের রেকর্ড সেঞ্চুরিতে উড়ে গেল ভারত

প্রকাশিত: ০৬:৪০, ১৯ জুলাই ২০১৮

জো রুটের রেকর্ড সেঞ্চুরিতে উড়ে গেল ভারত

স্পোর্টস রিপোর্টার ॥ শেষ ওয়ানডেতে ভারতকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে তিন ম্যাচের সিরিজ ২-১এ জিতে নিয়েছে ইয়ন মরগানের ইংল্যান্ড। লিডসে আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২৫৬ রান সংগ্রহ করে বিরাট কোহলির ভারত। জবাবে জো রুটের (১০০*) দারুণ সেঞ্চুরির সৌজন্যে ৪৪.৩ ওভারে ২ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় ইংলিশরা। অধিনায়ক ইয়ন মরগান অপরাজিত থাকেন ৮৮ রানে। মার্কাস ট্রেসকোথিককে ছাড়িয়ে ওয়ানডেতে ইংল্যান্ডের হয়ে সর্বাধিক ১৩ সেঞ্চুরির নতুন রেকর্ড গড়েছেন রুট। হারা ম্যাচে ব্যক্তিগত ৭১ রানের পথে রেকর্ড হয়েছে কোহলিরও। অধিনায়ক হিসেবে ওয়ানডেতে দ্রুত ৩ হাজার রান সংগ্রহ করেছেন ভারতীয় ক্রিকেটের ‘পোস্টার বয়’। ২-১এ টি২০ সিরিজ জয়ের পর ওয়ানডেতে হেরে গেল তার দল। আগের ম্যাচেই ইংল্যান্ডের হয়ে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ডে বসেছিলেন মার্কাস ট্রেসকোথিকের পাশে। ১৩ সেঞ্চুরিতে রেকর্ডটি একার করে নিয়েছেন রুট। টানা দ্বিতীয় সেঞ্চুরি হাঁকিয়েছেন জো রুট। ভারতের দেয়া ২৫৭ রান তাড়া করে ইংল্যান্ড জয় পায় ৮ উইকেটে। ১২০ বলে ১০ চারে রুটের অপরাজিত ঠিক ১০০ রানের ইনিংসে ইংলিশরা জয় পায় সহজেই। ওয়ানডের ১৩তম সেঞ্চুরি তুলে রুট পেছনে ফেলেছেন মার্কাস ট্রেসকোথিককে। বাঁহাতি প্রাক্তন এ ওপেনারকে পিছনে ফেলে ইংল্যান্ডের হয়ে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ড গড়েছেন জো রুট। ১১৬ ম্যাচে ৪ হাজার ৮০০ রান করেছেন রুট। ১৩ সেঞ্চুরির সঙ্গে রয়েছে ২৮ হাফ সেঞ্চুরির ইনিংস। সেঞ্চুরিতে ট্রেসকোথিকের পরপরই রয়েছেন এউইন মরগান (১০), কেভিন পিটারসেন (৯), গ্রাহাম গুচ (৮)। অন্যদিকে অধিনায়ক হিসেবে ওয়ানডেতে দ্রুততম ৩ হাজার রান করেছেন বিরাট কোহলি। লিডসে মঙ্গলবার ইংল্যান্ডের বিপক্ষে ৭১ রানের ঝলমলে ইনিংস খেলেন ভারতের অধিনায়ক। ৩ হাজার রান করতে কোহলি নিয়েছেন ৪৯ ইনিংস। দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্সের থেকে ১১ ইনিংস এগিয়ে কোহলি। অবসরে যাওয়া ডি ভিলিয়ার্সের লেগেছিল ৬০ ইনিংস। একই মাইলফলক ছুঁতে মাহেন্দ্র সিং ধোনির লেগেছিল ৭০ ইনিংস। এছাড়া সৌরভ গাঙ্গুলী ৭৪ ইনিংসে, গ্রায়েম স্মিথ ও মিসবাহ-উল-হক ৮৩ ইনিংসে এবং সনৎ জয়সুরিয়া ও রিকি পন্টিং ৮৪ ইনিংসে অধিনায়ক হিসেবে তিন হাজার রানের মাইলফলক ছুঁয়েছিলেন। রেকর্ডগড়া সেঞ্চুরি সত্ত্বেও ম্যাচসেরা হতে পারেননি রুট। কারণ ভারতকে আয়ত্তের মধ্যে আটকে রাখতে বড় ভূমিকা ছিল আদিল রশীদের। ৩ শিকারে সফরকারীদের ব্যাটিংয়ের মেরুদ- ভেঙ্গে দিয়ে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন এই লেগস্পিনার। তবে দুর্দান্ত এক সিরিজ কাটিয়ে সিরিজসেরার পুরস্কার তুলে নিয়েছেন টেস্ট অধিনায়ক রুট। এই জয়ে ফের ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ফিরে পেয়েছে ইংলিশরা। ১ আগস্ট কার্ডিফে শুরু পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টেস্ট।
×