ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

স্বর্ণসহ যাত্রী আটক

প্রকাশিত: ০৬:৩২, ১৯ জুলাই ২০১৮

স্বর্ণসহ যাত্রী আটক

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম আন্তর্জাতিক বিমানবন্দরে এককেজি ১৭০ গ্রাম স্বর্ণসহ এক যাত্রীকে আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ। শুল্ক গোয়েন্দা শাখার কর্মকর্তারা বুধবার সকালে এই যাত্রীর শরীর এক্স-রে করে স্বর্ণগুলো শনাক্ত করে। কাস্টম সূত্রে জানা যায়, রমজান আলী নামের এ যাত্রী সকাল সাড়ে ৯টার দিকে এয়ার এরাবিয়ার একটি ফ্লাইটে চট্টগ্রাম আসেন। তার কাছে অবৈধ স্বর্ণ রয়েছে এ তথ্য ছিল কাস্টমসের কাছে। এ যাত্রীকে চ্যালেঞ্জ করা হলে প্রথমে তিনি অস্বীকার করেন। তার শরীর এক্স-রে করা হলে মলদ্বারে পাওয়া যায় স্বর্ণবারগুলো। পরে তাকে আটক করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়। রমজানের বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায়। লৌহজংয়ে কম্পিউটার প্রশিক্ষণ স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ লৌহজংয়ে ভূমি ব্যবস্থাপনা, ই-মিউটেশন ও কম্পিউটার শিক্ষা নিয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষন কর্মশালা শুরু হয়েছে। বুধবার লৌহজং উপজেলা সভাকক্ষে লৌহজং ও শ্রীনগরের ২৬ ইউনিয়ন ভূমি কর্মকর্তাকে এই প্রশিক্ষণ দেয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মনির হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন শ্রীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুল ইসলাম, লৌহজং ও শ্রীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) যথাক্রমে রিনাত ফৌজিত ও সৈয়দ ফয়েজুল ইসলাম প্রমুখ। কর্মশালায় ভূমি ব্যবস্থাপনা ও ভূমি সেবা আধুনিকীকরণের লক্ষ্যে এবং ভূমি ব্যবস্থাপনায় ইনফরমেশন টেকনোলজির (আইটি) প্রয়োজন বিষয়ক দক্ষতা দিনে বিশদ আলোচনা ও প্রশিক্ষণ দেয়া হয়।
×