ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী

আমাদের দেশ মৎস্য উৎপাদনে স্বয়ংসম্পন্ন

প্রকাশিত: ০৬:৩১, ১৯ জুলাই ২০১৮

আমাদের দেশ মৎস্য উৎপাদনে স্বয়ংসম্পন্ন

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী এ্যাডভোকেট আ.ক.ম মোজাম্মেল হক এমপি বলেছেন, আমাদের দেশ মৎস্য উৎপাদনে স্বয়ংসম্পন্ন। আমরা আশা করছি ২০২২ সালের মধ্যে বাংলাদেশ পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি মৎস্য উৎপাদনকারী দেশে হিসেবে প্রতিষ্ঠিত হবে। আমরা সে লক্ষ্যেই কাজ করছি। মন্ত্রী বুধবার বিকেলে কালিয়াকৈর উপজেলা মৎস্য অধিদফতরের উদ্যোগে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন। এর আগে উপজেলার লতিফপুর বংশাই নদীতে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করে মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন মন্ত্রী। পরে উপজেলা পরিষদের প্রশাসনিক ভবনের সামনে থেকে মৎস্য সপ্তাহ উপলক্ষে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। এসময় র‌্যলিতে মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী এ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হক, কালিয়াকৈর উপজেলা পরিষদ চেয়াম্যান রেজাউল করিম রাসেল প্রমুখ অংশ নেন।
×