ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বাল্যবিয়েকে লালকার্ড ॥ শিক্ষার্থী কাওসারের ব্যতিক্রমী উদ্যোগ

প্রকাশিত: ০৬:২৯, ১৯ জুলাই ২০১৮

বাল্যবিয়েকে লালকার্ড ॥ শিক্ষার্থী কাওসারের ব্যতিক্রমী উদ্যোগ

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা, ১৮ জুলাই ॥ মাদক, যৌন হয়রানি ও বাল্যবিয়েকে লালকার্ড দেখিয়েছে বারহাট্টা উপজেলার প্রায় দুই হাজার শিক্ষার্থী। একই সঙ্গে শপথ নিয়েছে সমাজ থেকে এসব অন্যায় নির্মূল করার। বুধবার সকাল ১০টায় বারহাট্টা উপজেলার সদরের সিকেপি পাইলট সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। টিফিনের টাকায় পরিচালিত সংগঠন ‘লাল সবুজ উন্নয়ন সংঘ’র উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে বারহাট্টার সিকেপি পাইলট সরকারী উচ্চ বিদ্যালয় এবং বারহাট্টা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রায় দুই হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করে। শপথবাক্য পাঠ করান স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফরিদা ইয়াসমিন। পরে সিকেপি পাইলট সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমলেন্দু সরকারের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা পর্বে বক্তব্য রাখেন- নারী উদ্যোক্তা শামীমা শিপু, লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম প্রমুখ। কুমিল্লার ভিক্টোরিয়া বিশ^বিদ্যালয় কলেজের অনার্স শেষ বর্ষের ছাত্র কাওসার আলম তার টিফিনের টাকা বাঁচিয়ে এ কার্যক্রমের তহবিল গড়ে তোলেন।
×