ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বগুড়ায় অপহৃত শিশুকে হত্যা

প্রকাশিত: ০৬:২৯, ১৯ জুলাই ২০১৮

বগুড়ায় অপহৃত শিশুকে হত্যা

স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ শাজাহানপুর উপজেলায় অপহরণের ৩দিন পর বুধবার সকালে রাকিবুল হাসান রিফাত (৮) নামে এক শিশুর লাশ উদ্ধার হয়েছে। সে স্থানীয় ব্র্যাক স্কুলের প্রথম শ্রেনীর শিক্ষার্থী। নিখোঁজের পরের দিন তার পিতার নিকট মুক্তিপণ বাবদ ৫ লাখ টাকা দাবি করা হয়েছিল। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়,উপজেলার খাদাস হাটপাড়া এলাকার ক্ষুদে ব্যবসায়ী এনামুল হকের শিশুসন্তান রবিবার রাত সাড়ে ৮টার দিকে বাড়ির নিকটবর্তী এলাকা থেকে নিখোঁজ হয়। খোঁজাখুঁজি করে ওই রাতে তার আর সন্ধান পাওয়া যায়নি। পরের দিন সকালে অজ্ঞাত এক ব্যক্তি মোবাইল ফোনের মাধ্যমে শিশুটির পিতার নিকট ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পরবর্তীতে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও শিশু রিফাতের সন্ধান না পাওয়ায় সোমবার তার পরিবার বিষয়টি পুলিশকে জানায়। পুলিশ জানায়, মুক্তিপণের বিষয়ে অপহরণকারীদের পক্ষ থেকে আর কোন যোগাযোগ করা হয়নি। বুধবার সকালে উপজেলার পোয়ালবোছা এলাকার ভদ্রাবতি নদীর ধারে সিংহবাড়ি ব্রিজের নিকট নিখোঁজ শিশুটির অর্ধগলিত লাশ পাওয়া যায়। ব্রাহ্মণবাড়িয়ায় গৃহবধূ স্টাফ রিপোর্টার ব্রাহ্মণবাড়িয়া থেকে জানান, স্বামীর হাতে স্ত্রী হত্যার অভিযোগ পাওয়া গেছে। বুধবার শহরের মেড্ডা এলাকায় ঘটনাটি ঘটেছে। নিহত গৃহবধূর নাম রজিনা বেগম (৩৫)। সে দুই সন্তানের জননী। নিহতের স্বজনের অভিযোগ, পারিবারিক কলহের জের ধরে স্বামী -স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া-বিবাদ হতো। সকালে নিহত গৃহবধূ ঘুম থেকে না ওঠায় পরিবারের অন্য সদস্যরা ডাকাডাকি করে। কোন সাড়া না পেয়ে ঘরের দরজা ভেঙ্গে তার মরদেহ দেখতে পায়। পরিবারের লোকজন জেলা সদর হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ঘটনার পর থেকেই নিহতের স্বামী রফিক মিয়া তার দুই সন্তানকে নিয়ে পলাতক রয়েছে। বরিশালে বৃদ্ধা স্টাফ রিপোর্টার বরিশাল থেকে জানান, আগৈলঝাড়া থানা পুলিশ বুধবার দুপুরে এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে। স্থানীয়রা জানান, উপজেলার রাজিহার ইউনিয়নের বড় বাশাইল গ্রামের মৃত সুধীর ঘটকের স্ত্রী কুসুম রানীকে (৭০) বুধবার দুপুরে ঘরের মেঝেতে বসা অবস্থায় গলায় কাপড় বাঁধা লাশ দেখে প্রতিবেশীরা পুলিশে খবর দেয়। প্রাথমিকভাবে স্থানীয়রা ধারণা করছেন, ছেলের পরিবারে থাকা ওই বৃদ্ধা সবার কাছে বোঝা হয়ে দাঁড়িয়েছিলেন। ধারণা করা হচ্ছে, বৃদ্ধাকে হত্যার পর বসা অবস্থায় ঘরের আড়ার সঙ্গে গলায় কাপড় বেঁধে ঝুলিয়ে রাখা হয়েছে। মাধবপুরে যুবক সংবাদদাতা মাধবপুর, হবিগঞ্জ থেকে জানান, মাধবপুর উপজেলার ছাতিয়াইন রেলস্টেশন মাস্টারের পরিত্যক্ত একটি ভবন থেকে মারুফ নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। সে ছাতিয়াইন রেলস্টেশন গ্রামের মৃত মানিক মিয়ার ছেলে। বুধবার সকালে পুলিশ খবর পেয়ে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করে। পুলিশ জানায়, লাশের শরীরে পচন ধরেছে। তার ডান হাত ভাঙ্গা এবং মুখে জখমের চিহ্ন রয়েছে। ১৬ জুলাই রাত ১২টার পর থেকে মারুফ নিখোঁজ ছিল।
×