ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পুকুরে বিষ দিয়ে মাছ নিধন

প্রকাশিত: ০৬:২৭, ১৯ জুলাই ২০১৮

পুকুরে বিষ দিয়ে মাছ নিধন

সংবাদদাতা, নান্দাইল, ময়মনসিংহ, ১৮ জুলাই ॥ উপজেলার পশ্চিম রসুলপুর গ্রামে এক মৎস্যচাষীর পুকুরে দুর্বৃত্তরা বিষ ঢেলে প্রায় তিন লাখ টাকার মাছ মেরে ফেলে। বুধবার ভোরে পুকুরের পানিতে শত শত মাছ মরে ভেসে উঠলে ঘটনাটি জানতে পারেন মৎস্য চাষী আবদুল মতিন। আব্দুল মতিন জানান, প্রতিবেশী সুরুজ আলীর কাছ থেকে আড়াই লাখ টাকায় ৭০ শতক জমি বন্ধক নিয়ে মাছ চাষ শুরু করেন। বুধবার সকালে পুকুরে গিয়ে দেখেন পুকুর জুড়ে মাছ ভেসে আছে। মাছ মরে ভেসে উঠার পর তিনি পুকুর পাড়ে বিষ বহনের কিছু আলামত খুঁজে পান। তা থেকে মনে হয়েছে পুকুরে পানিতে কেউ বিষ প্রয়োগ করেছে। সাংবাদিককে মারপিট নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ১৮ জুলাই ॥ মহাদেবপুরে প্রবীণ সাংবাদিক গৌতম কুমার মহন্তকে মারপিট করে তার মোটরসাইকেল ও মোবাইল ছিনতাই করেছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে উপজেলার দেবীপুর মোড়ে। জানা গেছে, মহাদেবপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দৈনিক ভোরের কাগজ ও চাঁদনীবাজার পত্রিকার মহাদেবপুর প্রতিনিধি গৌতম কুমার মহন্ত পতœীতলা থেকে উপজেলা সদরের কুঞ্জবনে নিজ বাড়িতে আসার পথে দেবীপুর মোড়ে পৌঁছালে দুর্বৃত্তরা তার পথরোধ করে তাকে মারধর করে এবং তার মোটরসাইকেল, নগদ টাকা ও মোবাইল ফোন ছিনতাই করে। এ সময় তার সঙ্গে থাকা শুটকা নামে এক ব্যক্তিকেও দুর্বৃত্তরা মারধর করে।
×