ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

কুয়াকাটার ভাঙ্গনরোধে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

প্রকাশিত: ০৬:২৭, ১৯ জুলাই ২০১৮

কুয়াকাটার ভাঙ্গনরোধে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ১৮ জুলাই ॥ কুয়াকাটা সৈকতের ভয়াবহ ভাঙ্গনরোধে দ্রুত পদক্ষেপ বাস্তবায়নে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনায় মানববন্ধন করা হয়েছে। বুধবার সকাল ১০টায় স্থানীয়রা এ কর্মসূচী পালন করে। বিনিয়োগকারীসহ স্থানীয় বাসিন্দারা এ কর্মসূচীতে অংশ নেয়। প্রায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে কুয়াকাটা পৌরসভার মেয়রসহ বিভিন্ন পর্যায়ের মানুষ বক্তব্য রাখেন। একই দিন দুপুরে কুয়াকাটা সৈকতের ভাঙ্গনকবলিত এলাকা পরিদর্শন করেন সাবেক প্রতিমন্ত্রী আলহাজ মাহবুবুর রহমান এমপি। এ সময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা এসএম রাকিবুল আহসানসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। খাগড়াছড়ি উপজেলা চেয়ারম্যানের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ পার্বত্যাঞ্চল প্রতিনিধি, খাগড়াছড়ি ॥ খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান চঞ্চু মণি চাকমার ওপর হামলার উস্কানিদাতাদের গ্রেফতার ও বিচারের দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে ইউপিডিএফ সমর্থিত পাহাড়ী ছাত্র পরিষদ, হিল উইমেন্স ফেডারেশন ও গণতান্ত্রিক যুব ফোরাম খাগড়াছড়ি শাখা কমিটি যৌথভাবে এই কর্র্মসূচী পালন করে। সকালে তিন সংগঠনের উদ্যোগে স্বনির্ভর এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি চেঙ্গী স্কয়ার যেতে চাইলে পুলিশ বাধা দেয়। পরে শহরতলীর বিভিন্ন সড়ক ঘুরে ইউপিডিএফ কার্যালয়ের সামনে সমাবেশ করে। সমাবশে গণতান্ত্রিক যুব ফোরামের জেলা শাখার সহ-সভাপতি পলাশ চাকমার সভাপতিত্বে বক্তব্য রাখেন পাহাড়ী ছাত্র পরিষদের জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি তপন চাকমা, সাধারণ সম্পাদক অমল ত্রিপুরা, হিল উইমেন্স ফেডারেশনের জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক অবনিকা চাকমা প্রমুখ।
×