ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

না’গঞ্জে ব্যবসায়ী হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড

প্রকাশিত: ০৬:২৭, ১৯ জুলাই ২০১৮

না’গঞ্জে ব্যবসায়ী হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ সদর উপজেলার কাশিপুরে ব্যবসায়ী আব্দুল হালিম উদ্দিন হত্যা মামলার রায়ে ৪ জনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে আদালত লাশ গুম করার অভিযোগে প্রত্যেক আসামিকে ৭ বছরের সশ্রম কারাদ- ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের কারাদণ্ড দিয়েছে। তিন আসামিকে বেকসুর খালাস দিয়েছে আদালত। বুধবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ মোহাম্মদ আনিসুর রহমানের আদালত এই রায় দেয়। রায় ঘোষণাকালে ৭ আসামির মধ্যে ৩ আসামি উপস্থিত ছিল এবং ফাঁসির দ-প্রাপ্ত ৪ আসামি উচ্চ আদালত থেকে জামিনে পলাতক রয়েছে। দ-প্রাপ্ত আসামিরা হলেন- সাদেকুর রহমান, ইকবাল হোসেন, সোহাগ ও বাবু কাজী। আদালত সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ১৫ আগস্ট পাওনা টাকা আদায়ে বাসা থেকে বের হয়ে নিখোঁজের একদিন পর ১৭ আগস্ট সদর উপজেলার ফতুল্লার কাশিপুর দেওয়ানবাড়ী এলাকার ডোবা থেকে হাত-পা বিহীন বস্তাবন্দী ফতুল্লার বিসিক এলাকার হাজী আফসার উদ্দিনের ছেলে ইলেকট্রনিক্স ব্যবসায়ী হালিম উদ্দিনের লাশ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় হালিম উদ্দিনের ছোট ভাই শামীম বাদী হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
×