ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ডিসিদের পরিকল্পনা সভা

কেউ তথ্য না পেয়ে আপীল করলে জেলা প্রশাসকরা নিষ্পত্তি করবেন

প্রকাশিত: ০৬:২৬, ১৯ জুলাই ২০১৮

কেউ তথ্য না পেয়ে আপীল করলে জেলা প্রশাসকরা নিষ্পত্তি করবেন

স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ দেশের কোন নাগরিক প্রশাসনের কাছে তথ্য না পেয়ে আপীল করলে মাঠ পর্যায়ের জেলা প্রশাসককেই (ডিসি) নিষ্পত্তি করতে হবে। জেলা প্রশাসক (একই সঙ্গে যিনি জেলা ম্যাজিস্ট্রেট) ছাড়া অন্য কোন কর্মকর্তা তা নিষ্পত্তি করতে পারবেন না। সরকারী কর্মকর্তাদের স্বপ্রণোদিত হয়ে মাঠ পর্যায়ের মানুষের কাছে তথ্য প্রদান নিশ্চিত করতে হবে। বিশেষ করে উন্নয়নমূলক এবং সামাজিক সুরক্ষা বিষয়ক তথ্য প্রদানে বেশি গুরুত্ব দিতে হবে। যাতে সাধারণ মানুষ কোন তথ্য চাওয়ার আগেই তা পেয়ে যায়। গত বছর সামাজিক সুরক্ষায় বরাদ্দ দেয়া হয় ৫৫ হাজার কোটি টাকা। এ বছর এই বরাদ্দ বাড়িয়ে করা হয়েছে এক লাখ কোটি টাকা। বুধবার সকালে বগুড়া সার্কিট হাউস মিলনায়তনে মন্ত্রিপরিষদ বিভাগের তত্ত্বাবধানে এবং একটি বেসরকারী সংস্থার আয়োজনে উত্তরাঞ্চলের ১৬ জেলার জেলা প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসকগণের সঙ্গে তথ্য অধিকার আইন-২০০৯ অনলাইন প্রশিক্ষণ কার্যক্রমের পরিকল্পনা সভায় উল্লিখিত বিষয়গুলো জানানো হয়। এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য কমিশন বাংলাদেশের প্রধান তথ্য কমিশনার মরতুজা আহমেদ। আয়োজনে স্বাগত বক্তব্য রাখেন বগুড়ার জেলা প্রশাসক মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী। তিনি জানান, সাধারণ মানুষ তথ্য অধিকার কতটা পাচ্ছে, জনগণ সরকারের কর্মকা-ের কতটা জানতে পারছে বিষয়গুলো জেলা প্রশাসন থেকে জানানো হচ্ছে। সেই প্রক্রিয়া বাস্তবায়নে সকল পদক্ষেপ নেয়া হয়েছে। এই কার্যক্রমকে প্রযুক্তির আওতায় এনে আরও গতিশীল করে তুলতে অনলাইন প্রশিক্ষণ কার্যক্রমের পরিকল্পনার বৈঠকটি বগুড়ায় হচ্ছে। তথ্য অধিকার আইন বাস্তবায়নকে প্রযুক্তির মাধ্যমে যুগোপযোগী করে তুলতে উত্তরাঞ্চলের (রাজশাহী ও রংপুর বিভাগ) ১৬ জেলার ডিসিদের নিয়ে বগুড়ায় অনলাইন প্রশিক্ষণ কার্যক্রমের পরিকল্পনা সভা করা হয়।
×