ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

নারায়ণগঞ্জ সিটির ৭১৫ কোটি টাকার বাজেট ঘোষণা

প্রকাশিত: ০৬:২৫, ১৯ জুলাই ২০১৮

নারায়ণগঞ্জ সিটির ৭১৫ কোটি টাকার বাজেট ঘোষণা

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২০১৮-১৯ অর্থবছরের জন্য ৭১৫ কোটি ৫১ লাখ ২১ হাজার ৩৭৭ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। বুধবার বেলা ১১টায় সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ সেলিনা হায়াৎ আইভী নগরভবনে এ বাজেট পেশ করেন। প্রস্তাবিত বাজেটে আয় ধরা হয়েছে রাজস্ব খাতে ১০৫ কোটি ৪ লাখ ৯৬ হাজার ৮৭১ টাকা ও উন্নয়ন খাতে ৬১০ কোটি ৪৬ লাখ ২৪ হাজার ৫০৬ টাকা এবং ব্যয় করা হয়েছে রাজস্ব খাতে ৭৯ কোটি ৩ লাখ ২০ হাজার ৩৫৪ টাকা ও উন্নয়ন খাতে ৬২৭ কোটি ৪৯ লাখ ৪৪ হাজার ৬৩৪ টাকা। বছর শেষে প্রস্তাবিত বাজেটে ৮ কোটি ৯৮ লাখ ৫৬ হাজার ৩৮৯ টাকা উদ্বৃত্ত দেখানো হয়েছে। বাজেট ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হোসনে আরা বাবলী, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাই, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র আফরোজা হাসান বিভা, সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এ এফ এম এহতেশাম হক প্রমুখ। বাজেট ঘোষণার পরে অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে জনতার মুখোমুখি হন সিটি কর্পোরেশন মেয়র ডাঃ সেলিনা হায়াৎ আইভী। এবারের বাজেটে রাস্তা, ড্রেন, ব্রিজ, কালভার্ট নির্মাণ ও পুনঃনির্মাণ, বৃক্ষরোপণ, দরিদ্র বিমোচন, দুর্যোগ ব্যবস্থপনা ও জরুরী ত্রাণ, তথ্য-প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য, যানজট নিরসন, জলাবদ্ধতা দূরীকরণ, বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়ন, খেলাধুলার মানোন্নয়ন, স্ট্রিট লাইট স্থাপনে বিশেষ বরাদ্দ রাখা হয়েছে। এছাড়াও এশীয় উন্নয়ন ব্যাংকের সহায়তায় নগরবাসীর স্বাস্থ্যসেবা বৃদ্ধির জন্য একটি মাতৃসনদ কেন্দ্র এবং তিনটি স্বাস্থ্য কেন্দ্র নির্মাণ করা হয়েছে।
×