ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

বন্ধ হয়ে গেল জনপ্রিয় ইয়াহু ম্যাসেঞ্জার

প্রকাশিত: ০৬:২২, ১৯ জুলাই ২০১৮

বন্ধ হয়ে গেল জনপ্রিয় ইয়াহু ম্যাসেঞ্জার

অর্থনৈতিক রিপোর্টার ॥ অবশেষে বন্ধ হয়ে গেল একসময়ের তুমুল জনপ্রিয় ইয়াহু ম্যাসেঞ্জার। ইনস্ট্যান্ট এই ম্যাসেজিং সার্ভিসটি এ্যাপভিত্তিক ম্যাসেজিং সেবা বা সোশ্যাল মিডিয়ার সঙ্গে কোনভাবেই পেরে উঠছিল না। তাই নিজেদের কার্যক্রম গুটিয়ে নেয়ার ঘোষণা দিয়েছিল গেল জুন মাসে। সেই ঘোষণার ধারাবাহিকতায়ই গতকাল ১৭ জুলাই বন্ধ হয়ে গেল ইয়াহু ম্যাসেঞ্জার। খবর এনডিটিভির। এখন থেকে আর ইয়াহু ম্যাসেঞ্জারে লগইনও করা যাবে না। তবে যারা পুরনো চ্যাটগুলো রেকর্ড হিসেবে রাখতে ইচ্ছুক তারা ৬ মাস পর্যন্ত সময় পাবেন চ্যাটলগ ডাউনলোড করার। ইয়াহু অবশ্য একেবারেই ম্যাসেঞ্জার সেবা থেকে সরে যাচ্ছে তা নয়। তারা ইয়াহু স্কুইরেল নামে একটি নতুন যোগাযোগ প্ল্যাটফর্ম নিয়ে কাজ করছে। যেসব ব্যবহারকারী এখনও ইয়াহু ম্যাসেঞ্জার ব্যবহার করছেন তাদের স্কুইরেল ব্যবহার করার জন্য পরামর্শ দিচ্ছে তারা। চ্যাটরুমে নিত্যনতুন মানুষের সঙ্গে বন্ধুত্ব করার ব্যবস্থা থাকায় ইয়াহু ম্যাসেঞ্জার অন্যান্য ম্যাসেজিং সেবার চেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছিল। পরে ফেসবুক আর অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণে জনপ্রিয়তা হারাতে শুরু করে। সালটা ১৯৯৮। ওই বছরের ৯ মার্চ আত্মপ্রকাশ করেছিল ইয়াহু ম্যাসেঞ্জার। আর এর দৌলতেই অনেক ব্যবহারকারীই চ্যাটিং করা শুরু করেছিল প্রথমবারের মতো। অবশেষে ২০ বছর সফলভাবে চালানোর পর ইয়াহু ম্যাসেঞ্জারের সেবাটি বন্ধ হয়ে গেল।
×