ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ভিএফএস থ্রেড ডাইংয়ের লটারির ড্র আজ

প্রকাশিত: ০৬:১৭, ১৯ জুলাই ২০১৮

ভিএফএস থ্রেড ডাইংয়ের লটারির ড্র আজ

প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) আবেদনকারীদের মধ্যে শেয়ার বরাদ্দ দেয়ার জন্য ভিএফএস থ্রেড ডাইংয়ের লটারির ড্র বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। কোম্পানির প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) মোঃ রাসেল এ তথ্য নিশ্চিত করেছে। ওই দিন সকাল সাড়ে ১০টায় রাজধানীর রমনায় অবস্থিত ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে লটারির ড্র অনুষ্ঠিত হবে। ২৪ জুন থেকে ২ জুলাই পর্যন্ত কোম্পানিটির আইপিওতে আবেদন গ্রহণ করা হয়। কোম্পানিটির আইপিওতে প্রাতিষ্ঠানিক বা যোগ্য বিনিয়োগকারীরা চাহিদার ১৩.৮৪ গুণ বা ১৩৮৪ শতাংশ আবেদন করেছেন। কোম্পানিটি শেয়ারবাজারে ২ কোটি ২০ লাখ শেয়ার ছেড়ে ২২ কোটি টাকা উত্তোলন করবে। এর মধ্যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের জন্য বরাদ্দ ৫০ শতাংশ বা ১১ কোটি টাকা। এই ১১ কোটি টাকার বিপরীতে ৭০৬টি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী প্রতিষ্ঠান থেকে ১৫২ কোটি ২৯ লাখ ৫ হাজার টাকার আবেদন করা হয়েছে। এ ক্ষেত্রে চাহিদার ১৩.৮৪ গুণ আবেদন জমা পড়েছে। -অর্থনৈতিক রিপোর্টার ইউনাইটেড ইন্স্যুরেন্সের পরিচালকের শেয়ার বিক্রি ঘোষণা বীমা খাতের কোম্পানি ইউনাইটেড ইন্স্যুরেন্সের কর্পোরেট পরিচালক ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন শেয়ার বেচার ঘোষণা দিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানা, কোম্পানিটি ৩ লাখ ৫৫ হাজার ৯০০টি শেয়ার বেচবে। এই পরিচালকের কাছে কোম্পানির মোট ৬০ লাখ ৯১ হাজার ২৬১টি শেয়ার আছে। উল্লিখিত পরিমাণ শেয়ার আগামী ৩০ কার্যদিবসের মধ্যে বেচতে পারবে এই কর্পোরেট পরিচালক। -অর্থনৈতিক রিপোর্টার
×