ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত হচ্ছেন রবার্ট মিলার

প্রকাশিত: ০৬:০৬, ১৯ জুলাই ২০১৮

যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত হচ্ছেন রবার্ট মিলার

জনকণ্ঠ ডেস্ক ॥ বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত হচ্ছেন রবার্ট মিলার। বতসোয়ানায় মার্কিন মিশনের দায়িত্বে থাকা আর্ল রবার্ট মিলার ঢাকায় যুক্তরাষ্ট্রের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মনোনয়ন পেতে যাচ্ছেন। প্রেসিডেন্ট ট্রাম্প আনুষ্ঠানিক মনোনয়ন দেয়ার পর যুক্তরাষ্ট্রের কংগ্রেস অনুমোদন করলে শিগগিরই বার্নিকাটের জায়গায় দেখা যাবে মিলারকে। খবর বিবিসির। এক বিবৃতিতে হোয়াইট হাউস বলেছে, প্রেসিডেন্ট ট্রাম্প মঙ্গলবার আর্ল রবার্ট মিলারকে ওই পদের জন্য মনোনীত করার পরিকল্পনার কথা জানিয়েছেন। সাড়ে তিন বছর ধরে বাংলাদেশে মার্কিন দূতাবাসের দায়িত্ব সামলে আসছিলেন রাষ্ট্রদূত মার্শা স্টিফেন্স ব্লুম বার্নিকাট।
×