ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

তিন সিটি নির্বাচন ও কুড়িগ্রাম-৩ উপনির্বাচন সুষ্ঠু করতে ইসিকে জাপার আহ্বান

প্রকাশিত: ০৬:০৩, ১৯ জুলাই ২০১৮

তিন সিটি নির্বাচন ও কুড়িগ্রাম-৩ উপনির্বাচন সুষ্ঠু করতে ইসিকে জাপার আহ্বান

স্টাফ রিপোর্টার ॥ আসন্ন তিন সিটি কর্পোরেশন নির্বাচন এবং কুড়িগ্রাম-৩ আসনের উপনির্বাচন অবাধ, সুষ্ঠু এবং নিরক্ষেপ করতে কমিশনকে যথাযথ পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছে জাতীয় পার্টি জাপা। বুধবার একটি প্রতিনিধিদল প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাত করে এ দাবি জানায়। দলটির মহাসচিব রুহুল আমিন হাওলাদার সিইসির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের বলেন জাপা কখনও নিরপেক্ষ নির্বাচনের বাইরে চিন্তা করেনি। তবে সব ক্ষেত্রেই প্রত্যাশা পূরণ হয় না। এই নিয়েই তো আমাদের চলতে হবে। আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠক শেষে বুধবার দুপুরে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন তিনি। এ সময় জাতীয় পার্টির সাবেক মহাসচিব জিয়া উদ্দিন বাবলু এমপি উপস্থিত ছিলেন। রুহুল আমিন হাওলাদার বলেন, মঙ্গলবার ভারতের হাইকমিশনারে সঙ্গে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের সঙ্গে তার বাসায় দ্বিপাক্ষিক আলোচনা হয়েছে। এ সময় তিনি ভারতের অনেক অবদানের কথা উল্লেখ করেন। আলোচনায় জাতীয় নির্বাচনের বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তিনি বলেন, ইসির সঙ্গে বৈঠক করে কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের উপনির্বাচন এবং তিন সিটি নির্বাচনের কথা উল্লেখ করেছি, যাতে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হয়। এ নির্বাচন সমালোচনার উর্ধে থাকবে আমরা সেটাই আশা করছি। তবে জাতীয় পার্টির পক্ষ থেকে সিইসির সঙ্গে বৈঠকে কুড়িগ্রাম-৩ আসনের উপনির্বাচনে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মকর্তাদের প্রিসাইডিং অফিসারসহ অন্য কোন নির্বাচনী কর্মকর্তা হিসেবে নিয়োগ দেয়ার বিরোধিতা করেছে জাতীয় পার্টি। এ সময় তারা প্রিসাইডিং অফিসার, পোলিং অফিসারসহ সব পর্যায় নির্বাচনী কর্মকর্তা হিসেবে কেবল সরকারী কর্মকর্তা-কর্মচারীদের নিয়োগ দেয়ার দাবি করেছে। জাতীয় পার্টি পক্ষ থেকে সিইসিকে দেয়া লিখিত আবেদনে উল্লেখ করা হয়েছে কুড়িগ্রাম-৩ আসনের উপনির্বাচনে বিভিন্ন এমপিওভুক্ত আধা সরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তাদের প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসার পোলিং অফিসার হিসেবে নিয়োগ দেয়ার পাঁয়তারা চলছে।
×