ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নেত্রকোনার ছয় রাজাকারের বিরুদ্ধে চার সাক্ষীর জবানবন্দী

প্রকাশিত: ০৬:০১, ১৯ জুলাই ২০১৮

নেত্রকোনার ছয় রাজাকারের বিরুদ্ধে চার সাক্ষীর জবানবন্দী

স্টাফ রিপোর্টার ॥ একাত্তরে মুক্তিযুদ্ধেরসময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে নেত্রকোনার পূর্বধলা উপজেলার শেখ মোঃ আব্দুল মজিদ ওরফে মজিদ মাওলানাসহ ছয় রাজাকারের বিরুদ্ধে প্রসিকিউশনের চার সাক্ষী জবানবন্দী প্রদান করেছেন। জবানবন্দীতে ২২তম সাক্ষী মোঃ আব্দুস ছোবাহান বলেন, রাজাকার মোঃ আব্দুল মজিদ ওরফে মজিদ মাওলানাসহ অন্য রাজাকাররা আমার বাবাকে ধরে নির্যাতন করে। এরপর তারা ধলাই নদীর পূর্বধলা রেলওয়ে ব্রিজের নিচে গুলি করে হত্যা করে লাশ নদীতে ফেলে দেয়। আমরা অনেক খোঁজাখুঁজির পরও বাবার লাশ পাইনি। সাক্ষীদের জবানবন্দী শেষে আসামি পক্ষের আইনজীবী তাদের জেরা করেন। পরবর্তী সাক্ষীর জবানবন্দীর জন্য ৪ সেপ্টেম্বর দিন নির্ধারণ করা হয়েছে। চেয়ারম্যান বিচারপতি মোঃ শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যবিশিষ্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল -১ বুধবার এ আদেশ প্রদান করেছে। প্রসিকিউশন পক্ষে ছিলেন প্রসিকিউটর সাবিনা ইয়াসমিন খান মুন্নি ও আসামি পক্ষে ছিলেন এ্যাডভোকেট গাজী এইচ এম তামিম।
×