ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

প্যালিয়েটিভ সেবা প্রদানে ‘মমতাময় নারায়ণগঞ্জ’ প্রকল্প উদ্বোধন

প্রকাশিত: ০৫:৫৭, ১৯ জুলাই ২০১৮

প্যালিয়েটিভ সেবা প্রদানে ‘মমতাময় নারায়ণগঞ্জ’ প্রকল্প উদ্বোধন

নিরাময় অযোগ্য রোগে আক্রান্ত রোগীদের জীবনের প্রান্তিক সময়টুকু ভোগান্তিবিহীন, যন্ত্রণাবিহীন, বেদনা বিহীন ও নিরাপদ করার লক্ষ্যে চিকিৎসা সেবার যে জ্ঞান তাই প্যালিয়েটিভ কেয়ার বা প্যালিয়েটিভ সেবা নামে পরিচিত। ঢাকার বাইরে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে বুধবার যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক সংস্থা ইউকেএইড-এর অর্থায়নে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন-এর প্রত্যক্ষ সহযোগিতায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় এবং ওয়ার্ল্ডওয়াইড হসপিস প্যালিয়েটিভ কেয়ার এলায়েন্স-এর যৌথ উদ্যোগে তিন বছর মেয়াদী সেবা ও গবেষণামূলক কার্যক্রম প্রকল্প ‘মমতাময় নারায়ণগঞ্জ’ চালুর মধ্য দিয়ে এর যাত্রা শুরু হয়েছে। এটি একটি উল্লেখযোগ্য অগ্রগতি। এর মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের প্যালিয়েটিভ সেবায় মমতার হাত প্রসারিত হলো নারায়ণগঞ্জে। এই প্রকল্পের উদ্দেশ্য নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকায় প্যালিয়েটিভ কেয়ার সেবা প্রদান, বিশেষভাবে নারী ও শিশুদের প্যালিয়েটিভ সেবা প্রদান এবং একটি সেবামূলক গবেষণা কার্যক্রম পরিচালনা করা। এ উপলক্ষে বুধবার সকাল ৯টা ৩০ মিনিটে নারায়ণগঞ্জের আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তনে ‘মমতাময় নারায়ণগঞ্জ’ প্রকল্পের উদ্বোধনী ও পরিচিতিমূলক প্রশিক্ষণ কর্মসূচীর আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাঃ কনক কান্তি বড়ুয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ওয়ার্ল্ডওয়াইড হসপিস প্যালিয়েটিভ কেয়ার এলায়েন্স-এর নির্বাহী পরিচালক ডাঃ স্টিফেন আর. কনর ও প্রোগ্রাম ম্যানেজার র‌্যাচেল ক্রসবি। সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ সেলিনা হায়াৎ আইভী। -বিজ্ঞপ্তি
×