ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সবচেয়ে বড় ডাইনোসরের ফসিল

প্রকাশিত: ০৫:৫৪, ১৯ জুলাই ২০১৮

সবচেয়ে বড় ডাইনোসরের ফসিল

ডাইনোসর নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। কোটি কোটি বছর আগে পৃথিবীতে বিচরণ করা এই তৃণভোজী প্রাণীটি নিয়ে চলছে বিস্তর গবেষণা। বলা হয়, পৃথিবীতে চরে বেড়ানো এই প্রাণিটি ছিল সবচেয়ে বড়। এবার আর্জেন্টিনায় কয়েকটি ডাইনোসরের জীবাশ্মর খোঁজ মিলেছে। মনে করা হচ্ছে, এর মধ্যে একটি ছিল পৃথিবীর সবচেয়ে বড় ডাইনোসর। এটির ওজন ছিল ১০টন। বড় ডানাওয়ালা এই প্রাণীটি পাখির মতো উড়তে পারত। আর্জেন্টিনার উত্তর-পশ্চিমের এক জায়গায় খনন করে এই ফসিলগুলো পাওয়া যায়। মোট চারটি ফসিলের মধ্যে একটির আকার সবগুলোর চেয়ে বড়। বাকিগুলো আকারে কিছুটা ছোট। এরমধ্যে সবচেয়ে বড়টা ইনজেন্টিয়া প্রিমা প্রজাতির। আর্জেন্টিনার প্রখ্যাত জীবাশ্মবিদ ডক্টর সিসিলিয়া এ্যাপালদেত্তি এই খনন কাজের নেতৃত্বে ছিলেন। তিনি বলেন, আমাদের এ আবিষ্কার ডাইনোসর নিয়ে মানুষের প্রশ্নের প্রকৃত উত্তর খুঁজতে সহায়তা করবে। কারণ আমাদের প্রাপ্ত একটি ফসিলের আকার দেখে মনে হচ্ছে, এটি ছিল পৃথিবীতে বিচরণ করা সবচেয়ে বড় ডাইনোসর। তিনি বলেন, এটি আকারেই শুধু বড় নয়। ওজনেও বেশি। আমরা ধারণা করছি এটির ওজন ১০টনের বেশি ছিল। তিনি বলেন, পৃথিবীতে ডাইনোসরের বিচরণ নিয়ে গবেষণায় আমাদের এই আবিষ্কার বিস্ময়কর। সিসিলিয়া এ্যাপালদেত্তি আরও বলেন, আমরা ধরে নিচ্ছি জুরাসিক আমলের প্রথম দিকে পৃথিবীতে এই ডাইনোসরের বিচরণ ছিল। বিবিসি অবলম্বনে।
×