ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ঢাবি প্রক্টরকে প্রাণনাশের হুমকি

প্রকাশিত: ০৮:৪২, ১৮ জুলাই ২০১৮

ঢাবি প্রক্টরকে প্রাণনাশের হুমকি

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানীকে ‘উৎখাতের’ হুমকি দেয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। একটি অডিও বার্তার মাধ্যমে মঙ্গলবার (১৭ জুলাই) বিকেল চারটায় তাকে এ হুমকি দেয়া হয়। তবে প্রক্টর দাবি করেছেন, অডিও বার্তায় তাকে প্রাণনাশের হুমকি দেয়া হয়েছে। এই ঘটনায় প্রক্টরের নিরাপত্তা চেয়ে শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। প্রক্টর অধ্যাপক একেএম গোলাম রব্বানী নিজেই এই হুমকি পাওয়ার কথা গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। জানা যায়, মঙ্গলবার (১৭ জুলাই) বেলা ১২টা ১১ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর লিটন কুমার সাহার ব্যক্তিগত মোবাইলে একটি অডিও বার্তার মাধ্যমে প্রক্টরকে এই হুমকি দেয়া হয়। এই ঘটনায় প্রক্টরের নিরাপত্তা চেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনিয়র সিকিউরিটি অফিসার এস এম কামরুল আহসান শাহবাগ থানায় একটি জিডি করেছেন। জিডির নম্বর ৯৭১। অডিও বার্তায় গালাগালসহ বলা হয়, ‘আচ্ছা...গোলাম রব্বানী কোথায়? সেনাবাহিনীর সদর দফতর থেকে বলছি। ওকে এই মুহূর্তে উৎখাত করা হবে বলে দাও, ঠিকাছে?’ এই বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক একেএম গোলাম রব্বানী বলেন, ‘কে বা কারা ফোন করেছে জানি না। সহকারী প্রক্টরের ফোনে আমাকে প্রাণনাশের হুমকি দেয়া হয়েছে। এই বিষয়ে শাহবাগ থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যাতে বিষয়টি খতিয়ে দেখে। যতকিছুই হোক আমরা সবাই একসঙ্গে এই বিশ্ববিদ্যালয়ের জন্য কাজ করতে চাই।’
×