ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বিসিএস কর্নার

প্রকাশিত: ০৭:১৫, ১৮ জুলাই ২০১৮

বিসিএস কর্নার

(পূর্ব প্রকাশের পর) ২৮। জাতিসংঘের কোন মহাসচিব বিমান দুর্ঘটনায় নিহত হয়েছিলেন? (ক) উথান্ট (খ) কুর্ট ওয়াল্ডহেইম (গ) ট্রিগভেলি (ঘ) দ্যাগ হ্যামারশোল্ড। ২৯। ওপেকভুক্ত একমাত্র অ-আরব মুসলিম দেশ কোনটি? (ক) ইরাক (খ) ভেনিজুয়েলা (গ) ইন্দোনেশিয়া (ঘ) কাতার। ৩০। বিশ্বের একমাত্র কোন দেশের জাতীয় পতাকা অর্ধনমিত করা হয় না? (ক) যুক্তরাষ্ট্র (খ) সৌদি আরব (গ) ব্রিটেন (ঘ) ফ্রান্স। ৩১। এৎড়ঁঢ় ড়ভ-৮ বা জি-৮ এর একমাত্র এশীয় দেশ কোনটি? (ক) চীন (খ) দক্ষিণ কোরিয়া (গ) জাপান (ঘ) মালয়েশিয়া। ৩২। কোন বিষয়ে এ পর্যন্ত কোনো মহিলা নোবেল পুরস্কার পায়নি? (ক) পদার্থে (খ) শান্তিতে (গ) রসায়নে (ঘ) অর্থনীতিতে। ৩৩। কোন দেশটি ব্রিটিশ শাসনাধীন বহির্ভূত অথচ কমনওয়েলথের সদস্য? (ক) সিসিলি (খ) মাল্টা (গ) মোজাম্বিক (ঘ) বাহামা। ৩৪। জিম্বাবুয়ের পূর্ব নাম কি? (ক) রোডেশিয়া (খ) গ্রিনল্যান্ড (গ) গোল্ড কোস্ট (ঘ) প্রিটোরিয়া। ৩৫। টঘউচ-এর সদর দপ্তর কোথায় অবস্থিত? (ক) নিউইয়র্ক (খ) জেনেভা (গ) রোম (ঘ) ভিয়েনা। ৩৬। গ্রীনল্যান্ড- এর মালিকানা কোন দেশের? (ক) ব্রিটেনের (খ) যুক্তরাষ্ট্রের (গ) ডেনমার্কের (ঘ) কানাডার। ৩৭। পোর্ট অব প্রিন্স কোন দেশের রাজধানী? (ক) ত্রিনিদাদ (খ) হাইতি (গ) কোস্টারিকা (ঘ) বারবাডোস। ৩৮। কোন মার্কিন প্রেসিডেন্ট ওয়াটারগেট কেলেংকারীর সাথে জড়িত? (ক) জিমি কার্টার (খ) জন এফ কেনেডি (গ) রিচার্ড নিক্সন (ঘ) রোনাল্ড রিগ্যান। ৩৯। ওয়াটারলুর যুদ্ধে কে পরাজিত হন? (ক) রবার্ট ক্লাইভ (খ) ওয়েলিংটন (গ) লেলিন (ঘ) নেপোলিয়ন। ৪০। পৃথিবীর সবচেয়ে বেশি গম উৎপাদনকারী দেশ কোনটি- (ক) চীন (খ) ব্রাজিল (গ) ভারত (ঘ) কানাডা। ৪১। ‘ইউনিটা’ কোন দেশের গেরিলা সংগঠন? (ক) এঙ্গোলা (খ) উগান্ডা (গ) মায়ানমার (ঘ) পের। ৪২। ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান কোন দেশে অবস্থিত? (ক) ইরাক (খ) ইরান (গ) মিশর (ঘ) সিরিয়া। ৪৩। পাবলো পিকাসো কে ছিলেন? (ক) দার্শনিক (খ) ক্রীড়াবিদ (গ) সঙ্গীতবিদ (ঘ) চিত্রশিল্পী। ৪৪। প্যারিচাঁদ মিত্রের ছদ্মনাম কি? (ক) গাজী মিয়া (খ) টেকচাঁদ ঠাকুর (গ) সাহিত্য সম্রাট (ঘ) বাংলার মিল্টন। সঠিক উত্তর: ২৮-ঘ, ২৯-গ, ৩০-খ, ৩১-গ, ৩২-ঘ, ৩৩-গ, ৩৪-ক, ৩৫-ক, ৩৬-গ, ৩৭-ঘ, ৩৮-ক, ৩৯-ঘ, ৪০-ক, ৪১-ক, ৪২-ক, ৪৩-ঘ, ৪৪-খ।
×