ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নবম ও দশম শ্রেণির পড়াশোনা দ্বিতীয় অধ্যায় (দ্বিতীয় পরিচ্ছেদ) প্রস্তুতি-৮;###;সুধীর বরণ মাঝি

হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা

প্রকাশিত: ০৭:১৫, ১৮ জুলাই ২০১৮

হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা

হাইমচর কলেজ, হাইমচর-চাঁদপুর। মোবাইল : ০১৭৯৪৭৭৭৫৩৫ (পূর্ব প্রকাশের পর) ২১। গীতায় ভগবানের যে আহ্বান রয়েছে- (র) সতত আমাকে স্মরণ কর (রর) আমাতেই সমস্ত কর্ম সমর্পণ কর (ররর) আমাতে ক্ষমা প্রার্থনা কর। নিচের কোনটি সঠিক (ক) র (খ) র ও রর (গ) রর ও ররর (ঘ) র,রর ও ররর ২২। মাতুয়া ধর্মের মূল কথা কী ? (ক) হরিনামে মেতে থাকা (খ) জীব উদ্ধার করা (গ) প্রকৃতির সেবা করা (ঘ) দেব-দেবীর উপাসনা। ২৩। পূর্ণব্রক্ষ্ম হরিচাঁদ ঠাকুর কত খ্রিস্টাব্দে আবির্ভূত হন? (ক) ১৮০৮ (খ) ১৮১০ (গ) ১৮১২ (ঘ) ১৮১৪। ২৪। শ্রীচৈতন্যের মতে যা দিয়ে পরম অরাধ্য ভগবানকে লাভ করা যায়Ñ (ক) প্রেমপূর্ণভক্তি (খ) ভোগবিলাস (গ) ত্যাগতিতিক্ষা (ঘ) বিচক্ষণতা। ২৫। অযাচক আশ্রমের প্রতিষ্ঠাতা কে ? (ক) মহেন্দ্রজী (খ) শ্রীশ্রী স্বামী স্বরূপানন্দ পরম হংস (গ) রজনীকান্ত (ঘ) স্বামী বিবেকানন্দ। ২৬। জীব উদ্ধারের উপকরণ কোনটি ? (ক) মহানাম কীর্তন (খ) অতিথি সেবা (গ) উপাসনা করা (ঘ) আরাধনা করা। ২৭। যাগযজ্ঞ অনুশীলন করে আর্যগণ কোন দুটি বস্তুর প্রতি প্রার্থনা জানাতেন ? (ক) শ্রী ও ধী (খ) শ্রী ও শ্রী (গ) ধী ও ভী (ঘ) শ্রী ও ভী। ২৮। সনাতন ধর্ম প্রাচীন কেন ? (ক) সনাতন ঐতিহ্য বজায় রাখেনি বলে (খ) সনাতন ঐতিহ্য বজায় রেখেছে বলে (গ) যুগের সাথে মিলেনি বলে (ঘ) নতুন সৃষ্টি বলে । ২৯। শক্তি প্রকাশ পায় কিসে ? (ক) ভক্তিতে (খ) ধ্যানে (গ) ক্রিয়াতে (ঘ) আহারে। ৩০। প্রধান ও প্রামাণ্য উপনিষদ কয়টি ? (ক) ১২টি (খ) ১৩টি (গ) ১৪টি (ঘ) ১৫টি উত্তর ঃ ২১ (খ), ২২ (ক), ২৩(গ), ২৪ (ক), ২৫ (খ), ২৬(ক), ২৭(ক), ২৮(খ), ২৯(গ), ৩০(ক)
×