ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রাসেল ফিরলেন ওয়ানডে দলে

প্রকাশিত: ০৭:০৭, ১৮ জুলাই ২০১৮

রাসেল ফিরলেন ওয়ানডে দলে

স্পোর্টস রিপোর্টার ॥ ঘরের মটিতে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের ওয়েস্ট ইন্ডিজ দলে ফিরেছেন তারকা অলরাউন্ডার আন্দ্রে রাসেল। ২০১৫ বিশ্বকাপের পর রাসেল একটি ওয়ানডেই কেবল খেলেছেন। সেই বছরেরই নবেম্বরে শ্রীলঙ্কার বিপক্ষে ওই ম্যাচে করেছিলেন ২৪ বলে ৪১ রান। তবে বোলিংয়ে ৫ বল করার পরই চোট নিয়ে মাঠ ছাড়েন। ওই সিরিজে আর খেলতে পারেননি। পরে ফিট হয়ে ফিরলেও ওয়ানডে আর খেলেননি। মাঝে এক বছর নিষিদ্ধ ছিলেন ডোপ বিধি ভঙ্গের দায়ে। এক বছরের মধ্যে তিনবার ডোপ টেস্টে হাজির হতে ব্যর্থ হয়েছিলেন। সেই নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরার পর বিশ্বকাপ বাছাইপর্বের দলে তাকে শুরুতে বিবেচনা করা হলেও নাম প্রত্যাহার করে নেন পরে। এবার ফিরছেন সেই বিরতি শেষে। বাদ পড়াদের তালিকায় আছে দুটি বড় নামÑ অভিজ্ঞ ব্যাটসম্যান মারলন স্যামুয়েলস ও টি২০ অধিনায়ক কার্লোস ব্র্যাথওয়েট। ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে দল ॥ জেসন হোল্ডার (অধিনায়ক), দেবেন্দ্র বিশু, ক্রিস গেইল, শিমরন হেটমায়ার, শাই হোপ, আলজারি জোসেফ, এভিন লুইস, জেসন মোহাম্মদ, এ্যাশলে নার্স, কিমো পল, কাইরান পাওয়েল, রোভম্যান পাওয়েল, আন্দ্রে রাসেল। ২০ বছর পর সংস্কার হচ্ছে ক্রীড়ানীতি স্পোর্টস রিপোর্টার ॥ বহির্বিশ্বের সঙ্গে তাল মেলাতে প্রথমবারের মতো কমনওয়েলথের সাহায্য পাচ্ছে বাংলাদেশ। ঢাকায় দুই সদস্যের প্রতিনিধি দল। ফেডারেশনসহ মন্ত্রণালয় ও ক্রীড়া পরিষদের সমন্বয়ে দ্রুতই সংস্কার হবে স্পোর্টস পলিসি। সংস্কার হবে দেশের ক্রীড়ানীতি। তাই মন্ত্রণালয় ও জাতীয় ক্রীড়া পরিষদের আয়োজন কর্মশালার। তারজন্য ঢাকায় এসেছেন কমনওয়েলথের দুই প্রতিনিধি অলিভার ডাডফিল্ড ও প্রফেসর ড. ইয়েন লিন্ডসে। ১৯৭৪ সালে প্রথম সংস্কার করা হয়েছিল বাংলাদেশের ক্রীড়ানীতি।
×